আমাদের কথা খুঁজে নিন

   

যে কারণে বর্তমানের হুজুরগুলারে দেখতারিনা

Stil Alive - অহনো বাঁইচ্চা আচি! কিছুদিন আগে এক মহামানবের ফ্রেইন্ড রিকোয়েস্ট পাই ফেবুতে। কেউ রিকোয়েস্ট পাঠালে তার প্রোফাইলটা দেখে আসা স্বাভাবিক, তাই তার প্রোফাইলে গেলাম। প্রোপিতে দাড়ি-টুপিওয়ালা ছবি, দেখতে বুজুর্গানে দ্বীন, আলেমে মুত্তাকীন; ভালোই লাগলো। কিন্তু যখন নিচের দিকে চোখ গেলো, দেখি তাহার লাইক করা পেইজগুলার এই অবস্থাঃ তখন আপাতত ফ্রেইন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করলাম এই মুহুর্তটার জন্য। এতো গেলো অনলাইন হুজুরের কথা।

এবার আরেক হুজুরের কথা বলি। এই জনাব আমার রুমমেট এর কোচিং ফ্রেইন্ড, আমাদের রুমে রেগুলার আসা যাওয়া করেন। সেই হুজুররে প্রথম দিন দেখলাম দাড়ি-টুপি, পায়জামা-পাঞ্জাবি পড়া ইনোসেন্ট চেহারার একজন বুজুর্গানে দ্বীন! একটু পর যখন হুজুর গল্প শুরু করলো তখন আমি পুরাই টাস্কিত হয়ে গেলুম! আমি যে ভাষাগুলা জীবনে মুখ দিয়ে উচ্চারণ করারও সাহস পাইনা (পিচ্চিকালে পাড়ার পোলাপাইনের মুখে "বাল" শুইনা একবার বাড়িত কোন কথা প্রসঙ্গে যেন কইছিলাম, নগদে বাপের প্যাদানী খাইছি ) সেইসব উনি অকপটে বলে যাচ্ছেন! তারপর যে খারাপ কথা মুখ দিয়ে বলিনাই তা না। বন্ধুরা একসাথে হলে কারো মুন্ডুপাত করার সময় হালকা-পাতলা খারাপ কথা মুখে এসে যায় তবে তারও একটা লিমিট থাকে। আর এই হুজুর যেইসব ভাষা অনর্গল কইয়া যাইতেছে তার একটা লিখলে নগদে ব্যান খামু যাই হোক, এ গেলো তার ভাষা সম্পর্কিত আলুচোনা।

এবার তাহার রমণীপ্রীতির কথা না বললে সেই হুজুররে ক্যান দেখতারিনা তা বলাই হবে না। তিনি এখন পাঞ্জাবি-টুপি বর্জন করিয়াছেন, তবে দাড়ি অক্ষত রাখিয়াছেন। তাহার আব্বাহুজুর নাকি হাজী সাহেব, দাড়ি কর্তন করিলে তাহার গর্দানও কর্তন হইবে সেই ভয়ে দাড়ি কর্তন করেন না। তিনি একটা প্রেম করেন, বর্তমান আধুনিক যুগে প্রেম বলতে পোলাপান যা করে আই মিন "একত্রে বসবাস" তাহা তিনি অগণিতবার করিয়াছেন এবং নিজ এলাকাতেও কয়েকজনের কুমারীত্ব ধ্বংস করিয়াছেন বলিয়া সগর্বে আমার রুমমেটের নিকট বলিয়া থাকেন। রংপুরে যারা থাকেন তারা ভালো করেই জানেন যে আজকাল "সুরভী উদ্যান" আর "চিড়িয়াখানা"র চিপাচাপায় কী হইয়া থাকে।

সেইখানে নিত্যনতুন বান্ধবী লইয়া তাহার নিয়মিত বিচরণ। আবার কী কী করিলেন তাহাও রগড়াইয়া রগড়াইয়া রুমমেটের সহিত গল্প করিবেন! আমি একবার বলিলাম- -"ভাই, এইসব করেন সেটাই মহাপাপ। তার উপর দাড়ি-টুপি পড়ে এইসব করেন ক্যান? দাড়ি-টুপির মান-ইজ্জত কী রাখবেন না?? আপনার মত কিছু হুজুরের জন্যই যে মানুষ এখন হুজুরদের দেখতে পারেনা সেটা আপনি জানেন? এইসব বাদ দেন। দাড়ি-টুপির সম্মান রক্ষা করেন। " -"আরে ধূর ভাই! এখনো কোন যুগে পড়ে আছেন? মেয়েদের লাগে শুধু "(বিপবিপবিপ)".. নাইলে আপনার পাছায় বাঁশ দিয়া আরেক পোলার লগে ভাইগা যাবে।

মেয়েরা তো এখন এইটাই চায়! আর দাড়িটা রাখছি আমার বাপের জন্যে। বাপ হাজী, কাটলে কোপায়া ভাঁজ করে দেবে। আর এইটার আরেকটা উপকারীতা আছে। মেয়েরা ভালো ছেলে মনে করে পাত্তা দেয়, আর আমার গার্লফ্রেন্ড বলে যে দাড়িতে নাকি আমারে বেশী স্মার্ট লাগে। " -"তাই বলে সুন্নতি দাড়ি রেখে লুইচ্চামী?" -"লুইচ্চা না হইলে এই যুগে বেইল নাই" (দাড়িতে হাত বুলাতে বুলাতে) আমি অফ গেলাম।

এইটাইপ একাধিক হুজুর দেখার আমার "সৌভাগ্য" আমার হয়েছে, আর বিশ্বাস হারিয়ে গেছে তাঁদের উপর থেকে। এই হুজুর নাকি গ্রামে গেলে মসজিদে নামাজও পড়ায়! এই টাইপ হুজুরেরা ধর্মকে ব্যবহার করে অপকর্ম করছে, ইসলামী লেবাসে ইসলামের ক্ষতি করছে। একজন সাধারণ পোশাকের মানুষ এইসব করলে তার দোষ কম হয়, কিন্তু একজন দাড়ি-টুপি-পাঞ্জাবিওয়ালা যখন এইসব করে তখন শুধু তার দোষই হয় না, ইসলামকে নিয়েও অন্য ধর্মের লোকেরা ঠাট্রা করে। : আপডেটঃ প্রথম ব্যক্তির (আর হুজুর কমুনা) সামু আইডিও পাওয়া গেছে! কিন্তু কমুনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.