আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী নাগরিককে খুন করার কারণে সৌদি নাগরিকের শিরশ্ছেদ । এইবার কি শুশীল ব্লগাররা আন্দোলন করবে শিরশ্ছেদ করার কারণে ?

স্বপ্ন আমার দেয়না ধরা :( তাই তো এতো অপেক্ষা এবার কোন বাংলাদেশী প্রবাসী নাগরিককে নয়। বরং বাংলাদেশীকে হত্যার দায়ে সৌদি আরব নিজ দেশেরই এক নাগরিকের শিরশ্ছেদ করেছে। গতকাল সুলতান আল সাহলি নামের ওই সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়। তিনি ছিনতাইয়ের উদ্দেশে বাংলাদেশী নাগরিককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসে কর্মরত এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তবে বাংলাদেশী নাগরিকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে চলতি বছরেই সৌদি সরকার ২৬ জনের শিরশ্ছেদ করে। আর আগের বছর হয়েছিল ৭৬টি। সৌদি আরবে বিচারের মাধ্যমে শাস্তি হিসেবে এরকম শিরশ্ছেদের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দার মুখে পড়েছে সরকার। যদিও সৌদি শরীয়া আইনের বিকল্প ভাবছে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.