আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুঞ্জয়ী (উৎসর্গ: হুমায়ূন আহমেদ)

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com দেয়ালে ছায়া, শ্মশানে কোলাহল মরণ আমাকে ভয় দেখাতে পারে না দুষ্ট কুকুরের চিৎকার অশরীরিণীর মেঘে ভেসে বেড়ানো তবুও আমি ভয় পাই না! সিংহের কবলে রাজহংসী এতে বিচলিত হবার কি আছে ড্রাগনের নিঃশ্বাসে আগুন ঝরে আমার ক্ষোভের চেয়েও কি বেশি? বিছানায় এপাশ-ওপাশ জবাব খুঁজে পাই না! ভ্রান্ত আমি নিশীথিনীর কৃপাপ্রার্থী পৃথিবী ভাবে আমি নষ্ট হয়ে গেছি ওদের উপহাস করি, ওরা আতঙ্কিত হয় লজ্জা আমাকে শঙ্কিত করে না! মধ্যরাত্রির আগুন্তক, স্বঘোষিত খুনী আমাকে ভয় দেখাতে পারে না! জনপ্রিয় আততায়ীর হাতে সহস্রবার নিহত আমি আজও শেষ নিঃশ্বাস ত্যাগ করি নি তবে কি মৃত্যু আমাকে কাবু করতে জানে না? যদি কখনও ভয় পেয়ে থাকি সে শুধু স্বপ্নে বিচরণ কালে আমার সঙ্গীনিকে হারানোর ভয় এছাড়া ভয়ের অন্য কোন অর্থ নেই! মৃত্যু আমাকে ভয় দেখাতে পারে না মোটেও না একেবারেই না; না, না, না জীবন আমাকে ভয় দেখাতে পারে না!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.