আমাদের কথা খুঁজে নিন

   

“শাশ্বত সত্য” হোক মৃত্যুঞ্জয়ী

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

শাশ্বত সত্য” হোক মৃত্যুঞ্জয়ী মৃত্যুর আগে কখনই নয়, মৃত্যুকে আলিঙ্গন- “শাশ্বত সত্য” হোক মৃত্যুঞ্জয়ী, এ আমাদের পণ। জীবনের যত গ্লানি- ঝেড়ে ফেল শাশ্বত, অবাঞ্ছিত এক মৃত্যু হোক প্রতিহত- এটাই সত্য। ক্র্যাচে ভর করে দাঁড়িয়ে থাকুক মৃত্যু দেয়ালের ওপাশে, তুমি বাঁচবে- এটাই সত্য, দুপায়ে মাড়িয়ে চলো মৃত্যুরেখা- বীরের বেশে। আমরা আছি তোমার পাশে- যেমন ছিলাম, এপাশে শুধুই জীবনের স্পন্দন। তিলে তিলে বেড়ে ওঠা তোমার শাশ্বত বিশ্বাস, সত্যের জয় অবশ্যম্ভাবী- আমরাও তাই ভাবি; তাইতো গড়েছি মানব বন্ধন। ঈশ্বরের হাতে সঁপেছি জীবন নামের সেই কালো ভোমরা, আমাদের হাতে ধরা সোনার কাঠি, রূপোর কাঠি- অসুখ নামের দৈত্যটাকে আটকেছি মৃত্যুকূপে, খালি কৌটোটা আজ তোমারই হাতে। আমরা দাঁড়িয়ে আছি আশার প্রদীপ জ্বেলে; কালো রাত্রির হবে অবসান। তোমাকে করবো বরণ এক সোনালী প্রভাতে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।