আমাদের কথা খুঁজে নিন

   

ভগবান

আমি ভগবান কে দেখেছি .. তিনি আমাদেরই ডাক্তার বাবু .. ডাক্তার পরিমল রয় .. মানুষের মাঝে .. মানুষের পাশে ভগবান হেঁটে বেড়ান .. যদি দেখতে চান তবে আজো আরিয়াদহ আসতে পারেন ... তাঁকে দেখলে মাথা ঝুঁকে যায় .. রাস্তায় পায়ে হাতদিয়ে প্রনাম করতে হয় ... --------- দুটো ছোট্ট ঘটনা বলি ... ১) ডাক্তারবাবুর বাড়িতে বারান্দায় বসেআছি দেখাবো বলে ..ডাক্তারবাবু এক এক করে দেখছেন .. একটা বাচ্চা নিয়ে বসে আছে এক মা , আমার পাশেই , ডাক্তারবাবু বাচ্চাটাকে দেখলেন , ঔষধ লিখেদিলেন তারপর মার দিকে তাকিয়ে বললেন " কিহলো ভালো করে খাওয়া দাওয়া করাহচ্চেনা .. রক্ত কমে যাচ্ছেতো এরকম করলে চলবেনা .. নিজেকেও যেনো দেখা হয়.. এই ওষুধটা যেনো খাওয়া হয় .. আর মোচা, থোর, কাঁচকলা যেনো খাওয়া হয় ..." (পাসিভ ভয়েসে বলা ডাক্তার বাবুর অবাক করা স্টাইল, চেষ্টা করলেও সব কথা এভাবে বলা সহজ নয় ) ভাবতেপারেন .. বাচ্চাটাকে দেখতে দেখতে মাকেও আড়চোখে দেখেনিয়েছেন .. সে কিন্তু দেখাতে আসেনি ... ২) ১৯৭৩ সাল ৫ই অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর রাত .. মাঝরাতের পর সন্ধিপুজা ..রাত তিনটে হবে ...মা উঠেছেন সন্ধিপুজায় যাবেন হঠাথ বাবার বুকে প্রচন্ড ব্যথা ... মা চিত্কার করে জাগালেন তাঁর সতেরো বছরের ছেলেকে ..নিজে লাগলেন সেবায় ছেলে ছুটলো ডাক্তারবাবুর বাড়ি .. ডাক্তারবাবু তখন দোতলায় থাকেন নিচে থেকে চিত্কার করায় ডাক্তারবাবু জান্লাদিয়ে প্রশ্নও করেন কি হয়েছে ? সব সুনে বললেন তুমি যাও আমি এখুনি আসছি ... তিনি তাই এলেন .. যদিও বাবা তার আগেই চলে গিয়েছেন .. আমার বাবার ডেথ সার্টিফিকেট পরিমল বাবুরই দেওয়া .. ভাবুন দুর্গাপুজো অষ্টমীর রাত তিনটে .. তবু ডাক্তারবাবু এসেছেন ... ভাবতে পারেন..?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।