আমাদের কথা খুঁজে নিন

   

হলুদ পান্জাবী পরা হিমু আর হাটঁবে না তোমাদের এই নগরে....

চারটি সিগারেট আর ছয়টি দেশালাইয়ের কাঠি, আর বুকে জোঁকের মতো বিঁধে থাকা সূর্য্য লুটের গান। কত রাত কাটিয়েছি জ্যোৎস্না কে সাথী করে কত বসন্ত গেলো, হৈ হৈ কলরব হলুদ রাঙ্গা বসন্ত, কৃষ্ণচূড়ায় আগুন অথবা সেই নবধারা জলে নীপবনে একাই ভিজে গিয়েছি। আমার ঝাপশা চশমায় টলমল জল ভিজিয়েছি চোখ সমুদ্র জলে চাঁদনী পশর কিংবা চাঁদনী রাত এটুকুই চাওয়া ছিলো, আমার অন্তিম পথে সঙ্গী হলো ঘোর অন্ধকার আমি বড় অভিমানী হলুদ পান্জাবী পরা হিমু আর হাটঁবে না তোমাদের এই নগরে.... ....... কলম আপাতত থামিয়ে দিলাম, যা লিখতে গিয়েছি কিছুই হলো না। আপনার সস্তা লেখাগুলো পড়ে চোখ ভিজিয়েছি, এক সময় আপনার বাকের ভাইয়ের জন্য প্রার্থনা করেছি... এখন সময় আপনার জন্য সস্তা প্রার্থনা করার, সস্তা মানুষ যেহেতু তাই সস্তা কান্নায় আমিও কাঁদি...কত রাত কাটিয়েছি জ্যোৎস্না কে সাথী করে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।