আমাদের কথা খুঁজে নিন

   

মিশরের লৌহমানব ওমর সুলাইমান আর নেই

মিশরের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং কয়েক দশক ধরে সেদেশের গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ওমর সুলাইমান আমেরিকায় মারা গেছেন। মিশরের সরকারি বার্তা সংস্থা মেনা জানিয়েছে, আমেরিকার একটি হাসপাতালে বৃহস্পতিবার ভোরে জেনারেল সুলাইমানের মৃত্যু হয়েছে। সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান তুঙ্গে উঠলে ২০১১ সালের জানুয়ারি মাসে সুলাইমানকে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন মুবারক। সে সময়ে মুবারক বিরোধী বিক্ষোভ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় সাড়ে ৮০০ মানুষ নিহত হন। জেনারেল সুলাইমান জনতার ওপর ওই হামলার অন্যতম প্রধান নির্দেশকারী ছিলেন বলে মিশরের জনগণ ব্যাপকভাবে মনে করেন। সম্প্রতি ওমর সুলাইমান মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করলেও নির্বাচন কমিশন তা বাতিল করে দিয়েছিল।#

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।