আমাদের কথা খুঁজে নিন

   

নস্টালজিক

এই মধ্য রাত্রে কবিতা ভর করেছে মাথায় জানি, কেউ আসবে না এখন আমার খোঁজে কিন্তু কে যেন ডাকছে আমায়- বাতাস বলে জানি না কিভাবে সেই ডাকে সারা দিতে হয় অপ্রত্যাশিত ভাবে দেখেছি জোনাকীর খেলা সুঁচ বিদ্ধ অন্ধকারে হই আলোকিত বিশ্বলোকে তোমারি টানে অনুভব করি ফুলেরই সৌরভ তোমারই টানে পার্কে বসে কবিতা সাজাই ভুলে গিয়েছি আমি সেই সব স্মৃতিময় বেদন বেঁচে আছি গোপালের কাঁটার মতন ক্ষয়ে ক্ষয়ে দাও না প্রানেতে মানিপ্লান্টের মতন আলিঙ্গন এখনও আমি ছুটে চলি উল্কাপিন্ডের মতন দিনরাত। ( আমি কবিতা লিখতে জানি না ।তবে তীব্রভাবে অনুভব করি কবিতা লেখা অনেক কঠিন কাজ । কিন্তু কয়দিন পরপর কবিতার মতন কিছু একটা না লিখলে ভালো লাগে না । শরীরটা ম্যাজ ম্যাজ করে । ম্যাজ ম্যাজ থেকে বাঁচার জন্য কবিতার মতন কিছু একটা লিখি । শ্রাবন মাস- একটু একটু পরপর আকাশ কালো করে বৃষ্টি হয় । আকাশে মেঘ জমলেই যেন বুকের মধ্যে কেমন করে ! ( রবীন্দ্রনাথের ভাষায়- বাজিলো বুকে সুখের মতন ব্যাথা) সবাই ভালো থাকুন । প্রিয় মানুষকে ভালো রাখুন ।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।