আমাদের কথা খুঁজে নিন

   

নস্টালজিক ট্যুর

কাঁদবে বিস্ময়ে আজ প্রায় ৮ বৎসর পর কাপ্তাই গেলাম। এই কাপ্তাইতে আমার জন্ম আমার ছেলেবেলা কাটছে সেখানেই। কাপ্তাই বাধের উপর দিয়ে স্কুল এ যাওার সময় হ্রদ এর পানির দিকে তাকিয়ে থাকতাম,গাড়ি না আসলে এই বাধ পারি দেওয়া লাগত। আজ ও হাঁটলাম। কিন্তু আগের মত সেই শক্তি পেলাম নাহ।

৮ টি বছর হয়ে গেলেও পরিচিত মানুষেরা আজ ও মন এ রেখেছে আমাকে। মানুষের আন্তরিকতা দেখে আমি বিস্মিত। এখনো সেই পিচ্চি ছেলের মত আমাকে আদর করে। যদিও পুরানা সব বন্ধুদের খোঁজ পেলাম নাহ তাও জুনিয়র পোলাপাইন দের সাথে দেখা হইল। একটা ভাব এ আলাদা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।