আমাদের কথা খুঁজে নিন

   

নস্টালজিক ভাবনা

শাফিক আফতাব................. মনে আছে তোমার ? একদিন শিরিন পুকুরে, শানবাঁধা ঘাটে ? আনাড়ি হাতে শাড়ি পড়ে কনে হয়েছিলে তুমি, শাড়ির ভাঁজে লুকিয়েছিলো আনন্দ আর পুলকের ফুল ; পুকুরের জলে বইছিলো মৃদমন্দ বাতাস তুমুল; তুমি হয়েছিলে অপূর্ব অপরূপ এক নন্দিনী ;, তোমার পেলব মাধবী নীলশাড়ি রং তুমি জেগে আছে মানসপটে। সাদা চোখে নেমেছিলো শরত আকাশের শুভ্রতার ভীড়, তোমার শরীর থেকে বিচ্ছূরিত হচ্ছিলো অমরাবতীর জল ; তুমি রজনীগন্ধ্যার মতোন লতো মেলে নুয়ে পড়েছিলে । শীর শীর বাতাস আলতো বইছিলো শিরিনপুকুরে জলে, রক্তের নির্যাস থেকে আপনাই ভেসেছিলো আনন্দের তরল ; তুমি আমাকে দিয়েছিলে সেদিন এই পৃথিবীর ভীড়ে সুন্দর এক নীড়। তুমি আছো, আমি আছি,বেঁচে আছি ; এই শহরের গর্ভে আমাদের দেখা নেই, কথা নেই, তবু মন ভরে যায় সীমাহীন গর্বে। ১৭.০৭.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।