আমাদের কথা খুঁজে নিন

   

মূর্খ প্রেমিক

মনের জানালা আজ কি তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরবে? কেন বলতো? আর তাছাড়া আজ অফিসে জরুরি মিটিং আছে?। কোরিয়ান ক্লায়েন্ট আসার কথা। তাদের জন্য আবার হোটেলে নৈশ ভোজের আয়োজন । ফিরতে রাত তো হবেই। ও আচ্ছা।

আজ কি কোন বিশেষ দিন? রিফাত বলে উঠে, হুম, আজ অফিসে বড় ধরনের চুক্তি হবে। রিফাত চলে যাবার পর, কাজে বেরিয়ে পড়ে দিপা। বাচ্চাকে স্কুলে দেবার পর, বুটিক হাউজে যেতে হবে। আজ অনেক কাজ। সামনে ঈদ আসছে।

অগ্রিম টাকা দিয়ে রেখেছে অনেক দোকান। অথচ কাজ এখনো বাকি, কিছুদিনের মধ্যেই সাপ্লাই দেয়া শুরু করতে হবে। কর্মীদের কাজ বুঝিয়ে দেবার পর, নিজের টেবিলটায় বসে দিপা। টেবিলের উপর রাখা একটি গোলাপি কাগজে মোড়া বাক্স। পিওন মোতালেব কে ডাকে দিপা।

এটা কে রেখে গেছে? একটা ছেলে , নাম বলে নি, আপনার বন্ধু বলল, দিয়ে চলে গেছে, আপনি কাজে ছিলেন তাই ডাকি নাই। বাক্স টা খুলে দেখে দিপা। একটা ছোট টেডি বিয়ার। গোলাপি রঙের। সাথে একটা কার্ডে লেখা, "শুভ জন্মদিন দিপা" চমকে উঠে দিপা।

পিওন কে বলে , যে ছেলেটা দিয়ে গেছে তার চুল কি কোঁকড়া? চোখে চশমা ছিল? হ্যাঁ সূচক মাথা নাড়ে পিওন। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, দিপা। চোখ ঝাপসা হয়ে উঠে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.