আমাদের কথা খুঁজে নিন

   

মূর্খ ডাক্তারসমাজ : সব রোগেই প্যারাসিটামল?

এখানে সিন্ডিকেটবাজদের পাত্তা দেয়া হয় না

কালকে কাকতালীয়ভাবে আমার মেসের ৫জন বর্ডার রোগী হোয়ে পড়ে, হোয়ে ৫জনাই আমার শরণাপন্ন হয়। ১ম জন : ভাইজান আমার ত গা গরম অইছে। লগে শরীলডা ম্যাজম্যাজ করতাছে। ২য় জন : আইজকা ব্যাডবেন্টন খেলবার গেছিলাম। গর্জনাত দুখ পাইছি।

অক্ষণে গর্জনাডা বহত বিষ করতাছে। ৩য় জন : কয়দিন ধইরা পশ্চাদ্দেশে ছুডু ফুড়ি অইছে, খুবৈ বেদনা আর তাপ উঠছে। ৪র্থ জন : ভাই রে আমার ত মাথাত মৃগেন বাসা বানছে। এহন ত ভাই মৃগেনে আমার মাথাডা ছিরা ফালাইতাছে। ৫ম জন : হেই ডাঃ মাজাব্যথা আমার পুরান বন্ধু।

মাঝেমইধ্যে রাগ কইরা মাথাচাড়া দেয়। আইজকা মাথাচাড়া দিছে। কী করি? ৫জনকে অষুধ দিলেম। কিন্তু ৫জনেরই প্রেসক্রিপশনে প্যারাসিটামল কমন পড়ায় তাদের মধ্যে হাস্যরস সৃষ্টি হোল এবং তারা আমার যোগ্যতা নিয়ে সন্দিহান হোয়ে পড়ল। ১জন আরেকজনের দিকে তাকায়ে সমস্বরে বোলে উঠল : আরে ডাঃ সাব ত ঐ এডভেটাইজের মতো, সব বেরামেই পারাসিটামল দেয়।

হো হো হো। মনে পড়ে গেল কোনো ১ অশিক্ষিত, ন্যূনতম চিকিত্সাজ্ঞানহীন বিজ্ঞাপননির্মাতার সেই বিজ্ঞাপনচিত্রটির কথা, যা সে সংখ্যাগুরু ডাঃবিদ্বেষী জনতার মনজয়ে সফলভাবে ব্যবহার কোরেছিল। বোললাম- ভায়ারা হুনেন, ভেরাইটিজ অষুধ খাইতে চাইলে অষুধের দোকানদারের কাছে যান, খালি জ্বরের লাইগাই ৫টা অষুধ দিয়া দিব। আমি ডাঃ, অষুধের দোকানদার না। পারাসিটামল অইল জ্বর আর ব্যথার অষুধ।

আপনেরা ৫জনের ৫জনেই যদি জ্বর ঘাড়ব্যথা মাজাব্যথা পাছাব্যথা লইয়া আইতে পারেন, আমিও ৫জনরেই পারাসিটামল দিবার পারি। আসল ব্যাপারটা অইল রুগীগো ৭০-৮০ ভাগেরই উপসর্গে জ্বর বা ব্যথা থাকে। কাজেই ৫জন ক্যা, জ্বর বা বেদনা লইয়া ১০০জন আইলেও ১০০জনের পেসকিপশনেই পারাসিটামল থাকব। বুচ্ছি?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.