আমাদের কথা খুঁজে নিন

   

ফেনীর দাগনভূঞায় মুরগীর পেটে জীবন্ত সাপ!

mamun.press@gmail.com আবদুল্লাহ আল-মামুন, দাগনভূঞা (ফেনী) দাগনভূঞায় মুরগির পেটে জীবন্ত সাপ পাওয়া গেছে। অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধায় উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের নিকুঞ্জ বিহারীর বাড়ীতে। এলাকাবাসী জানায়, আজিজ ফাজিলপুর গ্রামের অধিবাসি নিকুঞ্জ বিহারীর ছেলে বিজন বিহারী স্থানীয় তুলাতলীর বাজারে আহছান উল্যার মুরগীর ফার্ম থেকে একটি ফার্মের মুরগি কিনে বাড়ীতে আনেন। বাড়ীতে নিয়ে মুরগীটি জবাই করলে মুরগীর পেট থেকে দু’টি জীবন্ত সাপ পাওয়া যায়। সেই সাপের পেটেও ডিম ছিল।

সাপ দু’টির একটি লম্বায় দেড় ফুট ও অপরটি প্রায় দুই ফুট। সাপ দু’টির রং সাদাকালো ওপর চিকন ডোরা দাগের চিহ্ন রয়েছে। স্থানীয় ভাবে ওই সাপের নাম ঘরমাইছা। আচ্যর্যজনক এই ঘটনাটির খবর শুনে শত শত উৎসুক জনতা এ দৃশ্য দেখতে বিজন বিহারীর বাড়ীতে ভীড় জমায়। তাদের অনেকে এসময় মোবাইল ফোনে মুরগি ও সাপের চিত্র ধারণ করে।

এ ব্যাপারে মুরগী ব্যবসায়ী আহসান উল্যাহ বলেন, দীর্ঘ ১৬ বছর যাবৎ এ ব্যবসা করছি। এ ধরণের ঘটনা এটাই প্রথম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.