আমাদের কথা খুঁজে নিন

   

ফেনীর প্রবীণ সাংবাদিক একেএম সামছুল হক আর নেই

mamun.press@gmail.com

আবদুল্লাহ আল-মামুন,ফেনী ফেনীর প্রবীণ সাংবাদিক একেএম সামছুল হক (৬৩) আর নেই। গত বুধবার ভোর ৬টার দিকে অসুস্থ্য হয়ে পড়লে। হৃদরোগে আক্রান্ত সামছুল হককে দ্রুত ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সোয়া ৯টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহে রাজেউন)।

সাপ্তাহিক জাতীয় বার্তার সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা একেএম সামছুল হক এর মৃত্যুর খবর ফেনী পৌঁছলেও সহকর্মী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী কিংবা শুভাকাঙ্খীদের কেউই বিশ্বাস করতে পারছিলেন না। সামছুল হক ছাত্র জীবনে রাজনীতিতে সক্রিয় থেকে ফেনী মহকুমা ছাত্রলীগের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ফেনী প্রেসকাবের সভাপতি ছিলেন। এছাড়া তিনি জেলা শিল্পকলা একাডেমীর সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দুই ছেলের জনক। তাঁর স্ত্রী জাহানারা বেগম সুরমা জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও জেলা মহিলা সংস্থার চেয়ারপার্সন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের ঐতিহাসিক মিজান ময়দানে তাঁর প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। পরে দাগনভূঞার কৈখালীতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.