আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুর কাছে হার মানল ফেনীর সেই গৃহবধূ

২৪ দিন টানা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলা ফেনীর ছাগলনাইয়া উপজেলায় শ্বশুরবাড়িতে আগুনে দগ্ধ গৃহবধূ ফারজানা আক্তার (২২)। সোমবার  চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন তিনি।

পারিবারিক কলহের জেরে গত ২ আগস্ট অগ্নিদগ্ধ হন উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের বাহরাইন প্রবাসী সগির আহম্মদের স্ত্রী ফারজানা আক্তার। এ ঘটনায় ফারজানার মা নাসিমা আক্তার শ্বশুর-শাশুড়ী ও দেবর-ননদসহ ছয় জনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত আসামি হারিছা বেগম (৫০), কবির আহম্মদ (৬০), একরামুল হক (২২), শহীদ আহম্মদ (১৯), মনোয়ারা বেগম (২৪) ও মাহফুজুর রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে।

তারা বর্তমানে জেল হাজতে আটক রয়েছেন।

ফারজানা আক্তারের মা নাসিমা আক্তার অভিযোগ করেন, ওইদিন সকালে পারিবারিক কলহের জের ধরে ফারজানার (২২) সঙ্গে শাশুড়ী হারিছা বেগমের (৫০) কথা কাটাকাটি হয়। এতে শ্বশুর, দেবর-ননদসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে তারা ফারজানার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তিনি জানান, ঈদের আগে মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির লোকজনের জন্য সেমাই-চিনি নিয়ে এসেছিল।

এসব পছন্দ না হওয়াতেই তারা ফারজানার গায়ে আগুন দেয়। ঘটণার পর ফারজানাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।  

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.