আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ দেখতে চাই

"সারাটা দিন মানুষ দেখি, এবার একটু আকাশ দেখতে চাই" ১৭ বছর একটা বাড়ি তে কাটিয়েছি। বাড়িটা বলতে গেলে আত্মার সাথে মিশে আছে। সেই বিশাল বারান্দা যেখানে কত দিন কত রাত হেঁটেছি বলতে পারব না। কত রাত একলা বসে জোছনা দেখেছি। কত টা আনন্দ কত না দঃখ দেখেছি সেখানে।

গত তিন মাস হতে চলল পুরনো বাড়ি টা ছেড়ে চলে এসেছি। নতুন বাড়ি টা তে সব আছে। অনেক আধুনিক বাড়ি। বারান্দা বলতে কিছুই নাই। সব থাকার পর ও কেমন যেন জেলখানা মনে হয়।

মনে হয় আমই কোন বন্দি শালার বন্দি যে কি না চাইলেই আকাশ দেখতে পারে না, মন খুলে দু চোখ ভরে জোছনা দেখা যায় না। খুব মিস করি আমার সেই পুরনো বাড়িটাকে। আজ মনটা খুব খারাপ লাগছে। মনে হচ্ছে এক যুগ হয়ে গেলো ভালো করে আকাশ দেখি না। ।

কি করলে মন ভাল হবে তাই বুঝতে পারছি না। । শুধু মনে হচ্ছে মানুষ দেখতে দেখতে হাপিয়ে গেছি। এবার একটু মন খুলে নিঃশ্বাস নিতে চাই। ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।