আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি সিন্স নাইন্টিন সেভেন্টি ওয়ান

মানবিক, যৌক্তিক আর অযৌক্তিক। সোজা কথা আরেকটা মানুষ। দশ জনের ভীরে ডুবে থাকার প্রানান্ত চেষ্টায় থাকা মানুষ। বাংলার সাংসদ- দের মুখে গালাগালি শুনলে যাদের মন খারাপ, মুখ খারাপ, পেট খারাপ হয়; তাদের জন্যে আমার করুণা হয়। সাংসদেরা আমাদের প্রতিনিধিত্ব করেন।

স্বাভাবিক; এই তিনশ মানুষ- বারো রকম বাঙ্গালী চরিত্রের প্রতিনিধিত্ব করবেন, হাজার পেশার-মতের- গোষ্ঠীর মানুষের প্রতিনিধিত্ব করবেন। ভুলে গেলে চলবে না- বিভিন্ন জাতের অপরাধী, অসামাজিক ব্যাবসায় জড়িত মানুষ গুলান ও কিন্তু আমাদের দেশেরই জনগন। এদের ও প্রতিনিধি থাকতে হবে সংসদে। আপনার আমার কাছে এইসব পাবলিক জায়গায় কুত্তা বললেই জাত যায় অবস্থা; কিন্তু অনেক মানুষ আছে যার গালাগালি শুরু হয় বিপ বিপ বিপ বিপ দিয়ে; আর শেষ হয় সৌরজগতের শেষ মাথায় গিয়ে। তো এই মহান সাংসদ যারা খিস্তি খেউরে অসাধারণ, জাতীয় টিভিতে সরাসরি প্রচারিতব্য সংসদ কার্যক্রমে যারা নিজের জাত চেনান; কোন পেশা বা ধরণের মানুষের প্রতিনিধি হিসেবে তারা সংসদে এসেছেন তা ভুলে না গিয়ে সংসদে দাড়িয়ে তেজোদীপ্ত কণ্ঠে তা জানান দেন- তাকে তো আমাদের কুর্নিশ করা উচিত।

আমি খুবই আশাবাদী... অত্যন্ত আশাবাদী। অচিরেই মহান সংসদে লাইভ খুন টেলিকাস্ট হবে। খুনিদের প্রতিনিধিত্ব করতে আসা কোন সাংসদ হয়তো ছুরি-কাচি-বোমা-রিভলবার-দা-রামদা-বটি-চাপাতি ইত্যাদি নিয়ে প্রতিদিন সংসদে হাজির হবেন। একটু বিরক্ত হলেই পাশের জনের মাথায় কোপ দেবেন। নাহলে, দূরে থাকা কাওকে বোমা দিয়ে উড়িয়ে দেবেন।

আমি খুবই আশাবাদী... অত্যন্ত আশাবাদী। সামনে সংসদে লাইভ ধর্ষণ টেলিকাস্ট হবে। আমরা তারিয়ে তারিয়ে দেখব। ইয়ুটিউবে, ফেবুতে, ব্লগে, আন্তর্জাতিক মিডিয়ায় সুনাম ছড়াবে আমাদের। বলা হবে- বাংলাদেশের মানুষ কি ভাগ্যবান।

তাদের নিজেদের মতই নেতা পেয়েছে তারা। আহা আহা... আমি খুবই আশাবাদী... অত্যন্ত আশাবাদী। সংসদে লুট হবে বাংলাদেশ। ধর্ষিত হবে বাংলাদেশ। খুন হবে বাংলাদেশ।

আমি হাত তালি দিয়ে, খ্যামটা নাচন নেচে আমার বিদেশি বন্ধুদের জানাবো- "...বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি সিন্স নাইন্টিন সেভেন্টি ওয়ান..." ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.