আমাদের কথা খুঁজে নিন

   

একটি পরীক্ষামূলক কবিতা

খুব বেশী কিছু কি চেয়েছিলাম জীবনে? নিস্তরঙ্গ দীঘির জলে মত মন নিয়ে আকাশটাকে দেখতে চেয়েছিলাম শুধু, পড়ন্ত বিকেলে, লাল সূর্যের গোধূলিতে মেঠোপথটা ধরে হাঁটতে চেয়েছিলাম একটু, হাসনাহেনার গন্ধভরা জ্যোৎ্স্নামাখা রাতে তোমার হাতটা ধরে একটু না হয় কল্পনাবিলাসী হতে চেয়েছিলাম, খুব বেশি কি হয়ে গিয়েছিল জীবনের কাছে চাওয়াগুলো? শীতের সকালে ঘাসের ডগায় শিশিরবিন্দু দেখতে দেখতে শিশুসুলভতায় হাসতে চেয়েছিলাম, ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে কেঁদো মাঠে আমার অস্তিত্বের সাথে বিলীন হতে চেয়েছিলাম, হেঁসেলে মায়ের আঁচল ধরে সর্ষে ইলিষের গন্ধ নিতে চেয়েছিলাম, ঝিমধরা দুপুরের অলস ঘুমে তেমন কোন স্বপ্ন তো আমি দেখতে চাইনি, মৃত চাওয়া গুলোর দিকে যখন ফিরে তাকাই, মনে প্রশ্ন জাগে, খুব বেশী কিছু কি চাওয়া হয়ে গিয়েছিল জীবনের কাছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.