আমাদের কথা খুঁজে নিন

   

জ্বালানী এব্ং শক্তি সেক্টরে বিনিয়োগের সময় এখন?

বা্ংলাদেশের দ্রুত শেয়ার বাজারের পতন হচ্ছে। গত দুই তিন দিন ত অবস্থা আর খারাম হয়ছে। তবে এসময় জ্বালানী এব্ং শক্তি সেক্টর একটি মার্জিত লভ্যা্ংশ অর্জন করছে। শেয়ার বাজার বিশেষজ্ঞগন বলেছেন, এর কারণ এসব কোম্পানীগুলো সরকারের নতুন নিয়ম প্রবর্তনের ফলে আগের চেয়ে অনেক ভালো করছে। ঠিক কি? তবে এতা ঠিক যে জুন,২০১২-এ এসব সেক্টরে গত ৬ বছরের তুলনায় ১২.৫৮% আয়ের অনুপাতে সবচেয়ে কম মূল্য প্রদর্শিত হয়েছে।

এর কারণে তদন্তকারীরা অন্য কোম্পানীর তুলনায় এসব কোম্পানীতে বিনিয়োগ করতে কম ঝুঁকির আশা করছে। শেয়ার বাজারের দু:সময়ে এসব কোম্পানীর আয়ের অনুপাত-এর একটা তুলনা করা হয়েছিল। পরবর্তিতে এটা বিবেচিত হয়েছিল যে এসব বিভাগ অন্যন্ন বিভাগের চেয়ে অন্তত কিছুটা হলেও লাভবান হচ্ছে। বা্ংলাদেশের শক্তি বিভাগ গত বাজেটে এ ব্যাপারে একটি বড় ধরনের অধিকার পেয়েছে। প্রায় ৯,৫৪৪ কোটি টাকা এ বিভাগের জন্য অনুদান দেয়া হয়েছে।

এখান থেকে প্রায় ১ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে গত রাষ্টীয় অর্থবছরে। নতুন রাষ্টীয় অর্থবছরের মধ্যে বিদ্যুতের পরিমাণ ৮,২৯৪ মে.ও. বর্ধিত করার পরিকল্পনাও সরকার করেছে। এর প্রধান কারণ হলো, শক্তি বিভাগ-ই হল বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিভাগ। বিদেশী এব্ং স্থানীর বিনিয়োগকারীরা এসব বিভাগেই বেশি বিনিয়োগ করছে এব্ং এটা বৃদ্ধি করার জন্য নানাভাবে সহায়তা। কারণ তারা বুঝতে সক্ষম হয়েছে যে এটা কতটা সম্ভাবনাময়।

শক্তি উৎপাদন বিভাগের মধ্যে মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রিড, যমুনা ওয়েল এব্ং ডেসকো হলো সবচেয়ে বেশি লাভবান কোম্পানী। প্রায় ২৭৮ কোম্পানী জ্বালানী এব্ং শক্তি বিভাগের তালিকাভুক্তি আছে। এদের মধ্যে অনেকেই গত কয়েক বছর ধরেই তাদের বার্ষিক রাজস্বের পরিমাণ বৃদ্ধি করছে। যমুনা ওয়েল, খুলনা পাওয়ার কোম্পানী লিমিটেড এব্ং মেঘনা পেট্রোলিয়াম গত রাষ্ট্রীয় অর্থবছরে তাদের লভ্যা্ংশ দ্বিগুন করেছে। এসব কোম্পানীর আয়ের প্রধান শর্ত হলো সঠিক সময়ে সঠিক স্থানে বিনিয়োগ করা।

অর্থাৎ সঠিকভাবে ও পরিকল্পিতভাবে এরা বিনিয়োগ করে , তাই এরা এত সফলতা পেয়েছে। সরকারেরও এসব ব্যাপারে কিছু দায়-দায়িত্ব আছে। সরকারের শেয়ার বাজারের চেয়ে শক্তি বিভাগে গুরুত্ব উপলব্ধি করার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। ইতিমধ্যে সরকার তা অনুধাবন করতেও সক্ষম হয়েছে। কারণ এটাই হতে পারে তাদের নতুন ইস্যু।

তথ্য সূত্রঃ Time to invest in fuel and power sector ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.