আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: ঘোলা জলে দিল ডুব কলমির ফুল

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে............... তোমাদের মতো যারা খালি পায়ে মন নিয়ে এই পথে হাঁটে,যাদের কলমি ডগায় ফুল দেখে এখনও মনে পড়ে কলের গান,ভিক্টোরিয়া কলেজ-স্কুল, ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ভিক্টোরিয়া পার্ক মানেই যাদের কাছে শৈশবের মনডাকা ঘরছাড়া মাটি আর ছায়া ,গলির মাথায় আলো দেখে যারা এখনও এই পথের নাম দিয়ে যায় তারার নামে ,নদীর মাথায় এখনও যাদের রেলগাড়ির থামার পয়গাম জাগে, ঢেকুর ওঠে গলায়-গলায় বা ঘোরের মতো ঘুম ভেঙে যায়,যারা এখনও গাছের পান আর বরের পান নিয়ে তফাত করে আর লম্বা টর্চলাইটে শুকনা ব্যাটারি ভরে কোন কোন ধবধবে রাতে আলো নিবিয়ে চাঁদের তারিখ নিরিখ করে, আজকের ,গতকালের বা আগামীর আনুপাতিক ভোরে আমি তাদের স্বাগত জানাই । একদিন সকাল আর বিকালের অনুপাত ঝরে যাবে,নয়তো তাদের ফেরারি শীতের সকালগুলো গলে গলে ভেসে যাবে ঘোলা জলের নদী........................... তোমাদের মতো যারা বারবার খালি পায়ে মন নিয়ে পথে পথে হাঁটে,আলো দেখে যারা এখনও ঘাটের আর পথের নাম করে তারার নামে যাদের কলমি ডগায় ফুল দেখে মনে পড়ল কোন কলের গান....................................... তাদের ঘোলাটে চোখ ভ'রে দিলাম নদীভরা অজস্রোতের পানি। 'উজানের নাওয়ে গুন টানতে গিয়ে আজকের রাত আধো-কালো হয়ে গেলে , ওপারে তোমাদের স্বাগত।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.