আমাদের কথা খুঁজে নিন

   

খাদক ভূত

আমি মুহাম্মদ সাঈদ আরমান। পেশায় নেটোয়ার্ক এডমিনিস্ট্রেটর। প্রবাসে থাকি। ছোটদের জন্য ছড়া লিখতে ভালোবাসি। নাস্তা বেলায় রাস্তা খেলাম ভীষণ মজা বাপুরে, গাড়ি চাপায় মরলে বাবা কাঁদিস কেন বাবু রে? কেয়ার করে শেয়ার খেলাম পেটটা ভরে দুপুরে, ভোজন দেখে ফটকাবাজে পথে নাচে ঝুমুরে।

সাঁকো দিয়ে সেতু খেলাম বিদ্যুৎ খেলাম রেন্টালে, আগুন দিয়ে পোশাক খেয়ে , যেতে হল ডেন্টালে। ‘নিশি বিড়াল’ খাচ্ছি যখন ধরল আমায় রোধকে, গঙ্গাজলে পূত করিল মানিক-রতন ‘ধো-দকে’। ডিজিটালি ক্ষুধা আমার কাল কি খাব আহারে? ‘হুকুম দেবী’ ডাকদি বলে ‘সামনে পাবি যাহারে’। জনগণে জিব কেটে কয় ‘কেমন কথা বাবা রে! আমজনতা ঐক্য গড়ি মায়ের দেশটা বাঁচা রে’। ।

বিঃদ্রঃ # ইহা একটি ভূতের ছড়া। মনুষ্য চরিত্রের সাথে মিল খুঁজিবেন নিজ দায়িত্বে। ‘খাদক ভূতের’ সম্মানার্থে সকল শব্দে চন্দ্র বিন্দু (ঁ) যুক্ত করিয়া নাসিকা উচ্চারণ করিয়া পড়িতে হইবে। যথা- নাঁস্তা বেঁলাঁয় রাঁস্তাঁ খেঁলাঁম ভীষঁণ মঁজাঁ বাঁপুঁরে, গাঁড়িঁ চাঁপায়ঁ মঁরঁলে বাঁবাঁ কাঁদিঁস কেঁন বাঁবু রেঁ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.