আমাদের কথা খুঁজে নিন

   

হতাম যদি দুঃখ খাদক

..............জানেত চাই জানাতে চাই..................

হতাম যদি দুঃখ খাদক দুঃখ খেতাম সবার, খেয়ে খেয়ে দুঃখের রাজ্য, করতাম আমি উজার। জন্ম যাদের দুঃখ নিয়ে দুঃখে যাদের মরণ, ভিষন ক্ষেপে দুঃখ তাদের করতাম আমি হরণ। পণের টাকা দেয়নি বলে নিত্য গায়ে প্রহার চলে, এমন ভাগ্য যার, আমি দুঃখ খেতাম তার। মেধাবি আর বেকার ছেলে অর্থ, ক্ষমতা নেইযে বলে, চাকরি হয়না যার, আমি দুঃখ খেতাম তার। মিথ্যে প্রেমের ফাদে পড়ে স্বপ্ন গুলোর সব হারিয়ে, এখন কান্না সম্বল যার, আমি দুঃখ খেতাম তার। দুঃখ তাড়াতে প্রতিদিন দুঃখ বাড়ে যাদের, আমি দুঃখ খেতাম তাদের। নিত্য নতুন দুঃখের দেশে দিতাম আমি হানা, দুঃখ খেতে দুঃখের কোন শুনতামনা যে মানা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।