আমাদের কথা খুঁজে নিন

   

কাজী নজরুল ইসলাম

( “ কেউ বলেন আমার বানী যবন কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনটাই না। আমি শুধু হিন্দু মুসলিম কে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালি কে গলাগলি তে পরিণত করার চেষ্টা করেছি। ” ) বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি- কাজী নজরুল ইসলাম।

ছোটবেলা থেকে নজরুল ভরঘুরে ছিল এজন্য কোন স্কুলেই দীর্ঘসময় নিয়ে লেখাপড়া করেনি। চার-পাঁচটা স্কুলের নাম আমরা জানতে পারি। দশমশ্রেণীতেই কবির স্কুলজীবন শেষ হয়। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, বৃটিশ সরকার বাঙ্গালীদের নিয়ে ব্যাংগল রেজিমেন্ট নামে একটা সেনাদল গঠণ করলে ১৯১৭ সালে কাজী নজরুল সেখানে যোগ দেন। ধার্মিক মুসলিম সমাজ এবং অবহেলিত ভারতীয় জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল।

তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও তিনি লিখেছেন। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসেবেই বেশি পরিচিত। সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। এ সময় নজরুলের বাহিনীর ইরাক যাবার কথা ছিল।

কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় আর যাননি। পশ্চিমবঙ্গে অবস্থিত বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ২৪শে মে ১৮৯৯ সালে কাজী নজরুলের জন্ম গ্রহণ করেন। পিতার নাম কাজী ফকির আহমদ ও মাতার নাম জাহেদা খাতুন। নজরুলের ছেলেবেলার ডাকনাম ছিল দুখু। নজরুলের যখন নয় বছর বয়স তখন তাঁর পিতা মারা যান।

আর্থিক কারণেই সে লেখাপড়ার সুযোগ না পেয়ে বাড়ির পাশেই অবস্থিত এক মাজারে খাদেম ও মসজিদে মুয়াজ্জিনের কাজ করেছেন কিছুদিন। ছোটবেলা থেকেই নজরুলের মন ছিল গানবাজনার দিকে। নজরুল প্রায় ৩০০০ গান রচনা এবং অধিকাংশে সুরারোপ করেছেন যেগুলো এখন নজরুল সঙ্গীত বা "নজরুল গীতি" নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়।

এখানেই তিনি মৃত্যুবরণ করেন। ১৯২১ সালের জুন মাসে নার্গিস খাতুনের সাথে বিবাহ ঠিক হয় কিন্তু কাবিন নামায় ঘরজামাইয়ের কথা থাকায় নজরুল রাগ ও অপমানে বিয়ের আসর থেকে রাতেই কুমিল্লায় চলে আসেন। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন।

এসময় তিনি কলকাতাতেই থাকতেন। কাজী নজরুলের চার ছেলে ছিল প্রথম ছেলে কৃষ্ণ মুহম্মদ খুব ছোট বয়সেই মারা যায়। দ্বিতীয় ছেলে অরিন্দম বুলবুল মাত্র চার বছর বয়সে বসন্ত রোগে মারা যায়। কবির স্ত্রী প্রমীলা ৫৪ বছর বয়সে (১৯৬২) মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের কাছে কবির সমাধি আছে।

তিনি আমাদের জাতীয় কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের মত নোবেল বিজয়ী হয়ে বিশ্বকবি হওয়ার যোগ্যতা তাঁর ছিলো। কিন্তু নোবেল প্রাইজের আয়োজকদের (পরাশক্তির) বিরুদ্ধে তিনি বললেন- লাথি মার ভাংরে তালা/ যত সব বন্দী শালায়/ আগুন জ্বালা আগুন জ্বালা । ১৯২১ সালের অক্টোবর মাসে তিনি শান্তিনিকেতনে যেয়ে রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করেন। তখন থেকে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল।

কাজী মোতাহার হোসেনের সাথে নজরুলের বিশেষ বন্ধুত্ব গড়ে উঠে। ১৯২২ সালে ধুমকেতু নামে একটা পত্রিকায় ইংরেজ শাসনের বিরুদ্ধে কাজী নজরুল লিখেছিলেন। এই অপরাধে ১৩ মাস জেলে থাকতে হয়েছিল। জেলে থাকা অবস্থায় রবীন্দ্রনাথ বসন্ত নামে একটা নাটক নজরুলের নামে নিবেদন করেন। যেদিন রবীন্দ্রনাথ মারা যান সেদিন নজরুল লিখলেন - বিশ্বের কবি,ভারতের রবি,শ্যামলবাংলার হৃদয়ের ছবি,তুমি চলে গেলে, তোমাকে নিয়ে কত গর্ব করেছি, ভগবান তোমাকে পাঠিয়েছিল আবার ফিরিয়ে নিল কেন? বিদায়ের সময় তোমার পায়ে আমার চুম্বন নিয়ে যাও।

কথা দাও যেখানেই থাক এই হতভাগ্য বাঙ্গালী জাতিকে মনে রাখিও। মার্কস, এঞ্জেলেস, রুশ, ভলটিয়ার, গর্কি প্রভৃতি মহান ব্যক্তিগণ জাতীয় স্বাধীনতা ও সমাজ বিপ্লব ঘটানোর জন্য লিখনীর মাধ্যমে জাতিকে যে দিক নির্দেশনা, অনুপ্রেরণা, উদ্দীপনা ও সাহস যুগিয়েছেন কবি নজরুল ভারতীয় স্বাধীনতার জন্য তার তলোয়ার তথা কলম চালিয়েছেন। নজরুলের কবিতা যুগে যুগে মানুষকে ভন্ড আর ভালো মানুষের মধ্যে পার্থক্য নির্নয় শিখিয়েছে। কবি নজরুল জেলে বসে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন। ১৯৫৩ খ্রিস্টাব্দের মে মাসে নজরুল ও প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হয়।

মে ১০ তারিখে লন্ডনের উদ্দেশ্যে হাওড়া রেলওয়ে স্টেশন ছাড়েন। লন্ডন পৌঁছানোর পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তার রোগ নির্ণয়ের চেষ্টা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

তার জানাজার নামাযে ১০ হাজারের মত মানুষ অংশ নেয়। নজরুলের প্রথম গদ্য রচনা ছিল "বাউণ্ডুলের আত্মকাহিনী"। ১৯২২ সালে নজরুলের একটি গল্প সংকলন প্রকাশিত হয় যার নাম ব্যথার দান। তাঁর রচিত "চল চল চল, ঊর্ধগগনে বাজে মাদল" বাংলাদেশের রণসংগীত হিসাবে গৃহীত। বাংলা লোকসঙ্গীতের ধারায় 'লেটোগান' একটি গুরুত্বপূর্ণ নাম।

তবে বর্তমানে এই গান বিলুপ্তপ্রায়। "সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল..." কবি নজরুল ইসলাম হচ্ছেন সর্বপ্রথম বাঙালি যিনি 'পাকিস্তান'কে 'ফাঁকিস্তান' বলে ডেকেছিলেন। ( আমার ইচ্ছা আছে-কবি নজরুলকে নিয়ে ১০০ পর্বের একটা ধারাবাহিক লেখা লিখব । খুব অল্প পরিসরে কবি নিয়ে কিছুই লেখা সম্ভব নয় । ) এখন দেখুন এই প্রশ্নের উত্তর গুলো পারেন কিইনা ? # কাজী নজরুল ইসলাম জন্ম ও মৃত্যু তারিখ কত? # বাল্যকালে তিনি কি নামে পরিচিতি ছিলেন? # কাজী নজরুল ইসলাম কি নামে খ্যাত? # কবি নজরুলের প্রথম রচনা কোনটি? # কবি নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? # আবুল মনসুর আহমেদ এর কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভুমিকা রচনা করেছেন? # কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন? # কাজী নজরুল ইসলামের কোন কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ বেশী মুগ্ধ হয়েছিল? # নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়? # ‘ধুমকেতু’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা? # কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা কত সালে প্রকাশিত হয়? # কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? # কাজী নজরুল ইসলাম অনুবাদ গ্রন্থের নাম কি? # এ পর্যন্ত কাজী নজরুল ইসলাম প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত? # বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন? # কাজী নজরুল ইসলাম কবে ৪৯ নং বাঙালী পল্টনে যোগ দেন? # আদালতে প্রদত্ত কবি নজরুলের নাম কি? # ‘বিষের বাশি’ কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন? # কোন পত্রোপন্যাসের অনুসরণে বিদ্রোহী কবিতা রচনা করেন? # ‘চন্দ্রবিন্দু' কাজী নজরুল ইসলামের কোন ধরণের রচনা? # ‘ভাঙ্গার গান’ কাজী নজরুল ইসলামের কোন ধরণের রচনা? # কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি? # কাজী নজরুল ইসলামের উপন্যাসের নাম লিখুন? # কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি? # কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম ৬ মাসের জন্য কারাবরণ করেন? # বহরামপুর জেলে বসে বাংলা ১৩৩০ সালে কবি নজরুল কোন কবিতাটি লেখেন? # ‘সাম্যবাদী’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা? কত সালে কোথায় প্রথম প্রকাশিত হয়? # কত সালে কবি নজরুল কে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়? # কত সালে কাজী নজরুল ইসলাম আশালতা সেন গুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়? # ১৯২২ সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় কি কি প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে এক বৎসর কারাবরণ করতে হয়? # কখন কবি নজরুলকে জাতীয় কবির মর্যাদা এবং একুশে পদক প্রদান করা হয়? # কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি নজরুলকে ডক্টরেট উপাধি প্রদান করেন? # কত সালে কাজী নজরুল ইসলাম কলিকাতা থেকে স্থায়ী ভাবে ঢাকায় আসেন? # কাজী নজরুল ইসলাম কত সালে দুরারোগ্য শিরঃপীড়ায় আক্রান্ত হন? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.