আমাদের কথা খুঁজে নিন

   

বোকা বোকা ভাবনা ১৬

অনেক অনেক দিন পর ব্লগাইতে বসলাম। প্রতিদিন কমপক্ষে একবার সামুতে আসলেও ক্যান জানিনা ব্লগাইতে বসি না। আইজকা এত্ত রাইতে মনের মধ্যে ইচ্ছা জাগছে যে ব্লগাই। কিন্তু ল্যাখব কি নিয়া, ভাইবা পাইনা তো। তবে একটা কথা, সময় যখন চলে যায়, তখন তার দিকে তাকিয়ে থেকে, কিছু করার সময়টা থেকে আর বের হতে পারি না।

আর তাইতো পিছিয়ে পড়ি অনেক সময় থেকে। নিজেকে নিয়ে ভাববার আর তা নিয়ে জাবর কাটার তো আর শেষ নেই তাই না! আমিও বা তার থেকে ব্যতিক্রম হব কোন জাদুতে! হইনি তাই। আর কতদিন এভাবে? আসলে বলা দরকার কেন শুরু হলো এর? বড়ই বা হলাম কেন, দায়িত্বই বা ঘাড়ে আসে কেন? সোজাসাপ্টা জীবন চললে কি খুব ক্ষতি হতো? মাটিতে পা দেই না আজ কতদিন হিসেব করেও হয়তো সঠিক সময়টা বলতে পারবো না। গা ডুবিয়ে জলে সাঁতার কেটে বেড়ানোর মজা তো প্রায় ভুলতে বসেছি। আর এই যে মধু মাস চলে গেল, গাছে চড়ে আম তো দূরের কথা, ফরমালিন মেশানো আম কিনেও তো খেতে পারছি না।

ভালো লাগছে না নাগরিক জীবনের যতসব ভন্ডামী। কতশত রূপে ঘুরে বেড়াচ্ছে আমাদের সামনের প্রাণীগুলো। এতরূপ দেখে তো আমি অভ্যস্ত নই। গ্রামের মাটিতে বেড়ে উঠেছি সবরকম সরলতায়। ইন্টারমিডিয়েট পাশ করেছি হ্যারিকেনের আলোতে পড়ে।

মাঝে মাঝে জ্যোৎস্নারাতে পড়তে ইচ্ছে না করলে ঘুরে বেড়িয়েছি বাড়ির পিছনের বিলের পাড় ধরে। সেসব দিন আর পাচ্ছিনা ২০২১ ভিশনের ভিড়ে। আমি আমার শৈশব ফিরে পেতে চাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.