আমাদের কথা খুঁজে নিন

   

বোকা বোকা বাকসোর সামনে ঘুরে বেড়াই

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে কতদিন দেখি না! ভেতরের পৃষ্ঠা আর বহিঃনোঙর - যেখানে প্রচন্ড গরমেও ভাপ দেয়া শিককাবাব খেতে চাইবে। এই গ্রীষ্ম আমার পছন্দের। ঘামের ভ্যাপসা গন্ধসমেত। রাস্তার পাশে নির্বিঘ্নে যখন দুই সপ্তাহ বয়সী শিশু ঘুমাতে পারে, দেখে মনে হবে এতো এতো ছোট...কয়েক ইঞ্চি মাত্র, গ্রীষ্মে বেঁচে বর্তে যাবে মানুষ, শবজি আর বিনোদন। শবজির সাথে আমাদের লালমাংস চলে হরদম, গরমের বালাই নেই।

খেয়েটেয়ে পরে ভাবা যাবে, কি হচ্ছে দেশের, টিভিবাকসোর সামনে অনেক আস্ফালন করার সুযোগ থাকবে। কতদিন দেখি না! সাদা সাদা মেঘ। সেসব ছবিতে। ক্যামেরায়। আকাশে।

অনেকদিন তো আকাশেও উড়ি না। বাতাসের সাথে দেখা হয়েছে মনে হয় শেষ ঝড়ের আগে। ধরে বসেছিলাম। নাকের ভেতরে। নিশ্বাসে।

কতদিন মনে হয় নিশ্বাসও নেয়া হয় না। অক্সিজেনের ঘাটতি টের পাচ্ছি না। বাতাস ছাড়া বেঁচে থাকা যায় - মানুষজন বিশ্বাস করতে চায় না, আশ্চর্য্য! কি আশ্চর্য্য! কতদিন দেখি না! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.