আমাদের কথা খুঁজে নিন

   

শিশির কণা

শিশির বলেছিল ডেকে ওহে ধুলিকনা রাতে আমি নামি শুধু দিনে থাকিনা সারারাত তিলে তিলে একটু মোর সঞ্চয় ধানের শীষের ওপর অস্রুবিন্দু হয়ে জমে রয় সকালের সূর্য কিরণ কাঁদায় আমায় শুকিয়ে বাস্প হয়ে উড়ে উড়ে যায় ধরিয়া রাখিতে মোরে পারি না যে হায় বাস্প হয়ে উড়ে যাই বোবা কান্নায় শুস্ক পথিবী তাই দিয়ে যাই তোরে আবার আসিব ফিরে সন্ধ্যেরও পরে যত খুশি ধুলি মাখিস ঘাস ফুল বনে কিংবা বয়ে থাকিস তুই ধানের শীষের গায়ে রাতে আমি ঠিক আবার চলে আসব দেখিস ধুয়ে নেব তোর ধুলো বিন্দু বিন্দু বিষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।