আমাদের কথা খুঁজে নিন

   

শিশির হয়ে ঝরে......

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

দখিন হাওয়ায় মনটা যে আজ ভীষণ এলোমেলো, কেউ জানে না মনের চিঠি কোন্ ঠিকানা পেলো? আনমনা এক দুপুর কাটে তার সে চিঠি পড়ে.... ভোরের গানে স্বপ্নগুলো শিশির হয়ে ঝরে। এক পলকের একটু চাওয়ায় একটু ভালোবাসা একটুখানি আবেগ মেখে ফিরে ফিরে আসা। আনমনা এক দুপুর কাটে তার সে চিঠি পড়ে.... ভোরের গানে স্বপ্নগুলো শিশির হয়ে ঝরে। হিমছড়ির বাঁকে বাঁকে তাকেই খুঁজে ফেরা তারই সাথে মনটা আমার কোন্ সে মায়ায় ঘেরা?? আনমনা এক দুপুর কাটে তার সে চিঠি পড়ে.... ভোরের গানে স্বপ্নগুলো শিশির হয়ে ঝরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।