আমাদের কথা খুঁজে নিন

   

সবার অলক্ষে চলে গেল জেড ফোর্সের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী

মুক্তিযুদ্ধের প্রথম নিয়মিত ব্রিগেড জেড ফোর্সের প্রতিষ্ঠা বার্ষিকী আজ । শুধু মুক্তি বাহিনী নয় বাংলাদেশ সেনাবাহিনীরই প্রথম নিয়মিত ব্রিগেড জেড ফোর্স। ১৯৭১ সালের জুলাই মাসে কোলকাতার থিয়েটার রোডে বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী তাজউদ্দিনের সভাপতিত্বে মুক্তি যুদ্ধের সেনা নায়কদের প্রায় সপ্তাহ ব্যপী একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন ছিল রণ কৌশল এবং যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণে প্রথম স্ট্র্যাটেজিক লেভেল সম্মেলন। ৪ এপ্রিলের তেলিয়াপাড়া সম্মেলনের প্রায় দুই মাস পরের এই সম্মেলন সকল দিক থেকেই ছিল গুরুতবপূর্ণ।

এই প্রথম প্রধান মন্ত্রীর সাথে সেনা অফিসারদের সরাসরি মত বিনিময়। এই সভাতেই মুক্তিযুদ্ধের জন্য দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। লেঃকর্ণেল রব কে প্রথম চীফ অব স্টাফ নিয়োগ দেওয়া হয় এবং মুক্তিযুদ্ধের জন্যে তিনটি নিয়মিত ব্রিগেড গঠনের নির্দেশ দেওয়া হয়। ১ম, ৩য় এবং ৮ম ইস্টবেঙ্গল নিয়ে গঠিত হয় জেড ফোর্স। ভারতের তেল ঢালায় স্থাপিত হয় ব্রিগেড সদর দপ্তর।

প্রাথমিক ভাবে জেড ফোর্স কে ময়মনসিংহ –টাঙ্গাইলের যুদ্ধ পরিচালনার দায়িত্ব্র দেওয়া হয়। এ সময় ১১ নম্বর সেক্টরের দায়িত্বও অর্পিত ছিল জেড ফোর্সের উপরেই। পরবরতীতে এই ব্রিগেড কে সিলেট অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়। প্রথম থেকেই জেড ফোর্স ছিল উদ্যমী সাহসী ও আক্রমণাত্বক। জেড ফোর্সের বেশ কিছু লড়াই সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

জেড ফোর্সের বিখ্যাত লড়াই গুলি হচ্ছে কামাল পুরের যুদ্ধ, নকসী বিওপি আক্রমণ, বাহাদুরাবাদ আক্রমন, ছাতক দখলের যুদ্ধ, ধলই বিওপি আক্রমণ, রাধানুগর কমপ্লেক্সের লড়াই ইত্যাদি। জেড ফোর্সের অধিনায়ক ছিলেন লেঃ কর্নেল জিয়াউর রহমান (শহীদ রাষ্ট্রপতি), ব্রিগেড মেজর ছিলেন ক্যাপ্টেন আলি আহমেদ (কর্ণেল আলি) এবং জেড ফোর্সের সিগন্যাল কোম্পানির অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন ( মেজর জেনারেল হালিম, বিকল্প ধারা)। স্বাধীনতার পর জেড ফোর্স কে কুমিল্লায় প্রতিস্থাপন করা হয়। জেড ফোর্স থেকেই পরবর্তিতে ৪৪ পদাতিক ব্রিগেড এবং আরও পরে গঠিত হয় ৩৩ পদাতিক ডিভিশন। মুক্তি যুদ্ধ ও সেনাবাহিনীর ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনটি একেবারে নিঃশব্দেই কেটে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.