আমাদের কথা খুঁজে নিন

   

সবার সহযোগিতায় দেখতে চাই মা আবার হাটছে, হাসছে, সবার সঙ্গে কথা বলছে. .। রাফে সাদনান আদেল

চুরি করা মানুষের আদিমতম পেশা। চোর আছে নানা প্রকার, পুকুর চোর থেকে শুরু করে মন চোর পর্যন্ত। তবে "চরিত্রবান চোর' দূর্লভ বস্তু। সাংবাদিক ও পিপলস ব্লগ বাংলাদেশের প্রিয় ব্লগার রাফে সাদনান আদেলের ফেসবুক ওয়ালঃ “মার জন্য দোয়া চাই। রক্ত কণিকায় ক্যানসার মার্কার কমছে না কিছুতেই… পেটে চলে আসছে পানি… কাল সকালে নিয়ে যাবো হাসপাতালে… সবার দোয়াই আমার শেষ সম্বল…” “গত দেড় বছর ধরেই মা’র মলিন মুখ দেখে প্রতিদিন আমার জীবন সংগ্রামের শুরু … আমি হাল ছাড়ি নাই .. ছাড়বো না.. কারণ আমার মলিন মুখের মা মনে করেন তার ছেলে সব পারে।

ক্যান্সারও জয় করবো মা.. একটু ধৈর্য ধরো…..” “আজ মা অষ্টমবারের মতো কেমোথেরাপি নিতে যাচ্ছেন। আমার বন্ধু শত্রু সবার দোয়া চাইছি…. ক্যান্সারের সাথে এই লড়াই চলবে….” “প্রায় দেড় বছর আগে মায়ের ক্যান্সার ধরা পড়ে। এ পর্যন্ত ৯টি কেমোথেরাপি দেওয়া হয়েছে, প্রথম ৬টির দেওয়ার পর কিছুদিন ভালো ছিলেন। তারপর আবার তা ছড়ানো শুরু করে। এতো খরচ সামলাতে পারছি না, কষ্ট হচ্ছে।

কিন্তু মাকে ছাড়া থাকতে পারবো না। তাই…। “ “সবার সহযোগিতায় দেখতে চাই মা আবার হাটছে, হাসছে, সবার সঙ্গে কথা বলছে. .। মাকে যে অনেক বেশি ভালবাসি। “ আদেলের মা মনোয়ারা বেগম।

৪৭ বছর বয়স। গড় আয়ু হিসেবেও পৃথিবী ছাড়ার সময় এখনো মায়ের হয়নি। জরায়ুর ক্যান্সার ধরা পড়ার পর মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টার হাসপাতালে ৬টি কেমোথেরাপি দেওয়া হয়েছিল। এতে ৫ মাস ভালোও থাকেন তিনি। তারপর আবারো মা’র রক্ত কনিকায় ক্যান্সার ছড়াতে থাকে।

এবার আগের চেয়েও ১০০ গুণ বেশি মাত্রায়। একটি বেসরকারি হাসাপাতালে আরো তিনটি কেমো দেওয়া হলেও নিয়ন্ত্রণে আসছে না। কেমো থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মায়ের লিভার বড় হয়ে যাচ্ছে, পেটে পানি এসে গেছে, ডায়বেটিসও দেখা দিয়েছে। এদিকে ক্যান্সার মার্কার এখন সাড়ে ৬ হাজারের ওপরে। এটুকু বলেই যেনো আবার ভারী হয়ে আসে প্রিয় সহকর্মী আদেলের কণ্ঠ।

সে জানায়, “ডাক্তার বলেছে মা’কে বাইরে নিয়ে যেতে হবে। এজন্য প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন। “ পরীক্ষা, কোমোথেরাপি, ওষুধ, হাসপাতাল, আবার পরীক্ষা, আবার কোমোথেরাপি, ওষুধ এ চক্রেই চলে আদেলের পরিবারের খরচ। দেড় বছরের এ চক্র পরিবারটিকে এখন নিঃশ্বেস করে ফেলেছে। আর পারছেন না পরিবারের বড় ছেলে আদেল।

তাই বলে মাকে কি যেতে দেয়া যায়? আদেল তার বন্ধু, শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছেন, “মার ক্যান্সার থামছে না। উন্নত চিকিৎসায় যেতে হবে দেশের বাইরে, চাই অন্তত প্রায় ১৫ লাখ টাকা। আর আমি নিঃস্ব প্রায়। গত দেড় বছর ধরে অনেক চেষ্টাইতো করলাম.. .পারলাম না.. .হবে না এভাবে. .. তাই হাত পেতে দিলাম.. ..এই আমার শেষ চেষ্টা আদেলের চেষ্টায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সাহায্য করুন: রাফে আদনান আদেল, হিসাব নং: ১০৮১০১৩৯২৭১, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, শান্তিনগর শাখা, ঢাকা। মোবাইল ফোন নং: ০১৭৫৩০৯১২৪৯।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.