আমাদের কথা খুঁজে নিন

   

ভাস্কর্য সবার জন্য, মূর্তি সবার জন্য নই।

অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য।
যারা নিজেদেরকে সংস্কৃতির ধারক বাহক বলে দাবি করে তারা ইসলামকে সংস্কৃতির বাইরে রাখে কিভাবে তা মাথায় আসে না। যে দেশে ৯০% ভাগ মানুষ মুসলিম সেই দেশে ইসলামই মুল সংস্কৃতি হওয়া উচিত। কিন্তু বাস্তবতা একেবারেই উল্টা, এখানে সংস্কৃতিমনার দাবিদাররা ইসলামের বিপক্ষে দাড়ানোকেই সংস্কৃতিতে পরিনত করেছে। একটি প্রতিষ্ঠান যখন একজন জলজান্ত মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করল তখন কোন মানব বন্ধন হলো না কিন্তু একটি মুর্তি সরালেই হৈ চৈ শুরু হয়ে গেল।

আমিনি বা নিজামীরা মুর্তি সরানোর দাবি তুলেছে বলেই কি এই পরিস্থিতি? আমিও এসব বহুরুপিদের পছন্দ করি না কিন্তু বিশ্বাস করি বাহকের চাইতে বার্তা গুরুত্বপূর্ন। স্ব-বিরোধ ভন্ডামীর নামান্তর। যাদের কথা ও কাজে মিল নাই তারা ভন্ড ছাড়া আর কি? ইসলামকে হ্যাঁ বললে মুর্তিকে অবশ্যই না বলতে হবে। মানুষের আবয়ব বা মুর্তি ছাড়াও ভাস্কর্য তৈরী করা যায়, যার মাধ্যমে একজন শিল্পি তার বক্তব্য, তার সংস্কৃতিকে তুলে ধরতে পারে। মুর্তি নই কিন্তু ভাস্কের্রে অনেক নিদর্শন আমাদের দেশেই আছে, অনেকেই দেখেছেন, যার ছবি আমার কাছে নাই।

ওয়েব সাইট থেকে কয়েকটি ভাস্কর্যের ছবি দিলাম।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।