আমাদের কথা খুঁজে নিন

   

যেভাবে বাসায় হিন্দি সিরিয়াল দেখা বন্ধ করলাম!!! আর আমার সাধের ডিসকভারি চ্যানেল!!!

বাংলাদেশের রাজনীতি হলো একটা দু'মুখো সাপ, যে দিকে যাবেন সেদিক থেকেই কামড়াবে। বি:দ্র: হিন্দি সিরিয়াল প্রেমিকরা দূরে থাকেন। আমার বাসায় টিভির রিমোট সব সময় আমার নিয়ন্ত্রনে থাকতো। আর আমার পছন্দের চ্যানেল ছিলো বাংলা চ্যানেল, খেলার সব চ্যানেল, আর এর বাইরে দেখতাম ডিসকভারি চ্যানেল। যাইহোক, অতপর আমি জীবনে যে ভুলটা করা জরুরী ছিলো তা করে ফেললাম!!! Click This Link রিমোট ভাগাভাগি করা শুরু হয়ে গেলো।

তার ভালো লাগে যতসব ফালতু হিন্দি টিভি সিরিয়াল। আর সে সব দেখলে আমর করে গা জ্বালা। চরম বিরক্ত হই কারন ঐ সব সিরিয়ালে আমার এলার্জি আছে। এভাবেই চলছিলো, এরপর সে একদিন মাথায় একটা ব্যাপক বুদ্ধি পাইলাম। রিমোট খানা হাতে নিয়া ফাইন টিউন কইরা আমার পছন্দের ডিসকভারি চ্যানেলটার ১২টা বাজায় দিলাম।

মানে কথা আসে তো ছবি নাই, ছবি আসলে কথা নাই। এরপর বৌ কে ডেকে বললাম, আরে এই চ্যানেলটার অবস্থা এমন ক্যান? সে বললো, মনে হয় ডিসের লাইলে সমস্যা। মনে মনে সে ব্যাপক আনন্দিত বুঝতে পারলাম। ঠিক তার কয়েক দিন পরে সুযোগ বুঝে সব হিন্দি চ্যানেলের ১২টা বাজায় দিলাম। রাতের বেলা সে মুখ খানি বেজার কইরা বলে, ডিসের লাইনে সমস্যা বাড়ছে, আমার সব হিন্দি চ্যানেল ও ডিসকভারির মতো হইয়া গেছে, সন্ধা থেকে একটা সিরিয়াল ও দেখতে পারি নাই।

আমি মুখটা মলিন কইরা কইলাম, আহারে, দাড়াও আগামি মাসে ওদের বিল দিব না। ব্যাটারা পাইছে কি? ও বললো, হ ঠিক, তাই করা দরকার। এর পর এক মাস কেটে গেছে, চ্যানেল ঠিক করি নাই। মাঝে মাঝে দেখি ঐ সব হিন্দি চ্যানেলে ঢু মারে দেখে ঠিক হইছে কিনা? এখন সে আমার সাথে বাংলা চ্যানেল দেখে। অনেক কষ্ট নিয়া ডিসকভারি চ্যানেল না দেখে আছি, তবু শান্তি যে বাসা থেকে হিন্দি সিরিয়ালের ভুত ছাড়াইতে পারছি!!! দোয়া রাইখেন যেন ধরা না খাই!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.