আমাদের কথা খুঁজে নিন

   

এইবারে সাজেদা কহিলো . . .

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। মূল সংবাদঃ Click This Link আমি সংবাদটা পড়ে পাঠকদের মন্তব্যগুলো পড়লাম। উনি বলেছেন, এক বেলা কম বাজার করে পদ্মা সেতু বানাবেন। উনাদের শাড়ির আঁচলে, সায়ার ভাঁজে, বেলাউজের চিরায় অনেক টেকাটুকা লুকাইয়া আছে। সেইগুলা একবার ঝাড় দিলেই তো পদ্মাসেতু হইয়া অনেক ট্যাকা থেকেও যাবে।

আমার মতে সেরা মন্তব্য হচ্ছেঃ যারা এখনই একবেলা বাজার করতে পারে না তাদের কি হবে? আর ম্যাডাম আপনার তো বাজার করা লাগে না। মন্তব্যঃ ১। একজন মন্ত্রীর দুর্নীতির দায় কেন ১৬ কোটি বাঙ্গালী এক বেলা বাজার না করে বহন করবে? শেয়ার বাজার চাঙ্গা করতে কয় বেলা বাজার করতে মানা করবেন? ২। আপনার পিএস কোটি টাক খরচ করে আকাশে উড়ে বিয়ে করে, আর আপনি বলছেন বাজার করবেন না, আপনারা ফলমূল খাবেন বাজারে যা০য়ার দরকার কি। ৩।

আপনি কি তিন বেলা বাজার করেন? আমরা তো সপ্তাহে একবার বাজার করি। দুপুরে খালি ডাল দিয়ে ভাত খাই। ৪। আমরা একবেলা বাজার না করে না খেয়ে আপনাদের টাকা দিবো আর আপনারা দুর্নীতি করে সেটা খেয়ে ফেলবেন!! ৫। আপনি কি মনে করেন সবাই আপনার মত তিন চার বেলা বাজার করে ....... বাজারে গেলে বুঝতেন অনেকের এক বেলা বাজার করার সামর্থ এখন নাই।

৬। আপনারা এক বেলা বাজার করতে পদ্মা সেতুর টাকা খরচ করেন বলেই আজ বাংলাদেশের ৮০% মানুষ বাজারে যেতেই পারেনা। ৭। প্রত্যেক মন্ত্রী, এমপিরা যদি পদ্মা সেতুর জন্য টাকা দেয় তাহলে আমার মনে হয় সাধারণ জনগেণের বাজার করা বন্ধ হবেনা। ৮।

দৈনিক কি পরিমানে বাজার করেন তা জানা হয়ে গেছে। আপনাদের একবেলার বাজারের টাকা দিয়ে একটা পদ্মা সেতু হয় তাহলে মাসে ৭ দিন বাজার না করলে মাসে ৭ পদ্মা সেতুর টাকা রাষ্ট্রীয় তহবিলে জমা হবে। তার মানে আপনারা মন্ত্রী এমপিরাই দেশের বারোটা বাজিয়ে দিচ্ছেন ? ৯। মানলাম, যারা দিনে তিন বেলা বাজার করেন তারা না হয় এক বেলা হাওয়া খেলেন। কিন্তু যারা তিনদিনে এক বেলা করেন, তারা? ১০।

দেশের মানুষত বাজার করেই এক বেলা। সেই এক বেলা বাজার করা বনধ করলে তো না খেয়ে থাকা লাগবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.