আমাদের কথা খুঁজে নিন

   

আমার কিশোর বেলার (বোমাবাজি!!!!) ঢাকার শব -ই -বরাত​ এবং যৌবনে গ্রামের শব -ই -বরাত

রাকিবুল ইসলাম খোকন্। খালি ছাগু খেদাইতে মন চায়, ভার্চুয়ল ছাগু কিলার ,আপনাগো ডিজিটাল পাগলা। ব্লগার ভাইয়েরা আমি এমনিতেই ছোট বেলা থেকে ডানপিঠে!!! উঠতি ব​য়সের অনেক ব্লগার-ই আছেন যাহারা আমার মতো বা আমি তাদের মতো বান্দর ছিলাম​!!!! এখন আসি মূল সমস্যায়​....... ব​ড় হ​য়েছি মিরপুর পীরের বাগে....ওখানেই ব​ড় হ​য়ে ওঠা। শব​-ই-বরাত ছিলো আমাদের কাছে ঈদের মতো!!! তার কারন ছিলো কি জানেন আপনারা?? বোম​!!! মানে বোমা ( BOMB) শব​-ই-মানেই ছিলো ত্খন বোম ফুটানো!! (ছোট ছিলাম​) তারা বাতি, ঝর্না, চকলেট বোম​, মরিচা (মারাক্ত্ক উড়তে পারত), ন্যাতা, বোতল , ককটেল​..... সব ফুটাইতাম​!! আরেকটা বোম ছিলো নামটা হইলো নেভি!! ইস্কুল ফাকি দিয়া যাইতাম সাভার নামা বাজারে বোম কিন্তে!!! কতো রকমের আর কতো বোম যে কিনতাম তার কনো লেখাযোখা নাই!! সারা রাইত ফুটাইতাম আর ফুটাইতাম.. ছোট মরিচের ঝাল যে বেশি তখন বুঝছিলাম​ বিড়ি সাইজের ন্যাতা বোম দেইখা এবং শুইনা!! একবার হইলো কি পাইকপাড়ায় গেলাম বোম ফুটাইতে... ফুটাইতাছি এক বাসার সামনে, ওইটা যে আর এক মেজর এর বাড়ি তা যানতাম না। দেখি একলোক রাইফেল নিয়া বাইরাইছে!!! চিল্লায়ে ক​য়​ হ্যান্ডস আপ​!!! আমি কিছু না ভাইব্যা দিলাম খিচ্চা দৌড় বন্ধুরাও ফুরুত​!!! পরে ওগো লগে দেখা হইলো ব​ড় মাঠ নামক যায়গায়.,,,,, দেখি বিড়ি টানতাছে!!! আরেকবার বোম নিয়া পুলিশের সামনে পইড়া গেছিলাম.... শেষমেষ জায়্নামাজরে চাদর বানাইয়া প্রিয় বস্তুগুলা বাচাই ছিলাম লগে আমিও বাচছিলাম​... ঢাকায় মসজিদে রাইত হইলে মুড়ি বাতাসা দিত​..জিলাপি মাস্ট্!! (যদিও সব যায়গায়-ই দেয়​) সারা রাইত জিগির করতাম আর ভুতের গল্প করতাম ছাদে উইঠা!!! আহা সেইদিন আর নাই!! নাই! নাই! আফসোস লাগে!!! আমি বিক্ষ্যাত্!! বোম ব্যবসায়ী ছিলাম পুংটাকালে। ভাবতেই লোম্ খারাইয়া যাইতাছে....... এখন পাবনায় থাকি.... চাটমোহরে আমাদের বাড়ি॥॥॥ তেমন মজা নাই... আমি যেন দলছুট বোমাবাজ্!!!! এখন আমি অনুতপ্ত​!! সবাই ভালা হইয়া যান বোমা থেকে দুরে থাকুন্!! ইবাদত বন্দেগি করেন​।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.