আমাদের কথা খুঁজে নিন

   

আকাশটা আজ বড়ই নীল

বিধাতা আমাদের দুটি চোখ দিয়েছেন তাঁর সুন্দর সৃষ্টি দেখতে।তেমনি তাকে যাচাই-বাছাই করার জন্য বিশাল একটা মনও দিয়েছেন। সুন্দর দুটি চোখ দিয়ে সবার দিকে সম্মান সুলভ দৃষ্টিতে তাকান। মন দিয়ে যত পারেন সন্দেহ কম করেন। আকাশটা আজ বড়ই নীল আজ আমায় পিছু ডেকো না যে রং তোমার চোখে শামিল সে চোখ ভিজিয়ে দিও না বন্ধু তোমার আমি তাই অন্য দাবি রেখো না ডেকো না ! বন্ধুত্ত্বের হয়না পদবি বন্ধু তুমি কেঁদো না বন্ধু সবুজ চিরদিন বন্ধুত্ত্বের বয়স বাড়ে না বন্ধু তোমার আমি তাই আত্মীয়তায় বেধোঁনা কেঁদো না ! হয়তো তোমার আলনায় থাকবে না আমার জামা ঝুলবে না তোমার বারান্দায় আমার পাঞ্জাবী পাজামা তবু মনের জানালায় অবাধ আনাগোনা দু’জনা ! হঠাৎ চায়ের সুগন্ধে হঠাৎ কোন বইয়ের পাতায় হঠাৎ মনের আনন্দে আপন মনে কবিতায় হঠাৎ খুঁজে পাওয়া সুর চার দেয়ালে বেধোনা ধরে রেখোনা ! আকাশ হয়ে যাবে ফ্যাকাশে তবু আমাদের ঘুড়ি উড়বে মনের আকাশে অনন্ত ছেলেমানুষি সেই ছেলে মানুষিটাকে অন্য নামে ডেকো না পিছু ডেকো না ! আকাশটা আজ বড়ই নীল


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।