আমাদের কথা খুঁজে নিন

   

আকাশটা কেন কাছে আসে না!!!

!!!

আকাশটা আজ অনেক কাছে.........। মাটি থেকে আকাশের দূরত্ব কত? এটাকে কি মাইলে হিসেব করা যায়? যদি বলি কখনও সেটা যোজন দূরে কখনও হাতের মুঠোয়? অতি কাঙ্খিত কিছু অপ্রত্যাশিত ভাবে পেয়ে গেলে নাকি আকাশের চাঁদ হাতে পাওয়া হয়। এটা তো উপমা। উপমা না; সত্যিই কি আকাশ মাটিতে নেমে আসতে পারে? এমন হলে কেমন হত; মন ভাল হলে আকাশটা নিচে নেমে আসবে আবার মন খারাপ হলেই দূরে চলে যাবে। আকাশ আমার অনেক প্রিয়।

বাংলাদেশে থাকতে ঋতুর সাথে আকাশের মেঘের এই যে খেলা খুব ভাল লাগত। খোলা মাঠে যেয়ে আকাশ দেখা মানে ছিল আকাশের বিশালতায় হারিয়ে যাওয়া। তারা ভরা রাতে আকাশের দিকে তাকিয়ে থাকতে কি যে ভাল লাগত। তবে পূর্নিমার রাতে আকাশে তাকালেও দেখা হত চাঁদকেই। তবে বিদেশে এসে আমার আকাশ দেখা পুরোই বদলে গেল।

আকাশে তাকালেই আকাশ দেখার সাথে প্লেন খোঁজাটা মূখ্য হয়ে গেল। একটা প্লেন দেখলে মনেহয় ওটাতে করে দেশে চলে যাওয়া যায়। এবার দেশ থেকে ফিরে আকাশের দিকে তাকাতাম না। তাকালেই মন খারাপ হত। কবে আবার দেশে যেতে পারব সেটা অজানা তাই বেশী খারাপ লাগত।

এবার ডিগ্রি শেষ না করে দেশ ফিরব না এটা ছিল পণ। শীত কাল শেষে গ্রীস্ম আসল। এমন বিশ্রী আবহাওয়ার পর এমন ঝকঝকে দিন ......না চাইলেও চোখ চলে যায় আকাশের মেঘের ভেলায়। আকাশটা কত দূরে। মেঘ গুলো কি উড়ে উড়ে আমার দেশে যায়? আর ঐ যে প্লেন, ওটা? হঠাৎ করেই একদিন এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়ে গেল।

ধপ করে যেন আকাশটা অনেক নিচে নেমে আমার কাছে চলে এল। এরপরের পথটা কম কষ্টের না। দিন রাত এক করে শুধু কাজ শেষ করার প্রচেষ্টা। একটা ধাপ আগানো মানেই আকাশ একটু করে নিচে নেমে আসা। এমনি করতে করতে আজ আকাশটা আমার হাতের মুঠোয় চলে এসেছে।

আকশে মেঘ থাকুক না থাকুক.....আমি আকাশ দেখি...। এখন আর প্লেনের খোঁজ করি না........আর ভাবি আর মাত্র ক'টা দিন.......ঐ আকাশ দিয়ে উড়ে চলে যাব আমার দেশে.......। আকাশ তুমি যে আমার অনেক প্রিয়। তুমি আজ আমার অনেক কাছে। লেখাটা অনেকদিন আগের (নভেম্বর,০৯)।

ঠিক কুরবানি'র ক'দিন আগে। আবার ঈদ আসছে। গতবার বাবা বলেছিল, আমি দেশে না আসলে নাকি সে ঈদ-ই পিছিয়ে দেবে। কেমন কাটবে এবারের ঈদ বাবা'র। সেদিন ঈদের জামা নিয়ে গল্প শুনলাম।

মামা বাড়ি থেকে প্যান্ট শার্ট আসছে। ঈদের আমেজ চলছে। কাল আপু আর ভাইয়া ঈদের শপিং করতে গেল। ভাইয়া আমার জন্য জামা না কিনে ঈদের শপিং শুরু করবে না। তাই আমার জন্য-ই কেনা হল প্রথম।

এক বছর পর দেশে ফিরে সেই জামা পরব। পাঠিয়ে দিতে চেয়েছিল। আমি না করে দিলাম। ঈদ-ই হয় না । তার আবার জামা কি!! হ্য়ত সেদিনও কাজ করতে হবে।

তারপরও ঈদের জামা'র কথা শুনে চোখে জল চলে আসল। বুঝিনা আজকাল চোখে কি সমস্যা হয়েছে!! ডাক্তার দেখাতে হবে। বুঝিনা আকাশটা কেন যে এত দূরে দাঁড়িয়ে আছে...কাছে নেমে আসলে কি খুব ক্ষতি হয়!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।