আমাদের কথা খুঁজে নিন

   

আকাশটা আজও বিষাক্ত বাতাসে ভরা

জানি না কবে কোথায় , কিভাবে তোমাকে আবার দেখব। তবে তোমাকে হারানাটাই আমার অনেক বড় একটা বাজে অনুভুতি । ভাল থেকো বিবেকা। ভাল থেকো বিবেক। ভাল থেকো আমার কবিতাগুলো

আজ আরেকটা ২৫ মার্চ ।

আজও রাত। তবে সেদিনের মত অন্ধকার নয়। আজ আকাশে চাঁদ আছে। হাতের কাছে সাজানো সংসারের চাবি। পুরোটা শহরজুড়ে আলো।

কোথাও কোথাও মোমবাতি জালানো । মনের মধ্যে জ্বালানো সেই কাল রাতের স্মৃতি। কারো কারো কাছে একটা প্রেরণার অনুভুতি। কারো কাছে নিতান্তই আনুষ্ঠানিক। কারো কারো কাছে অযথা গৃহযুদ্ধের আগমন দিবস ।

আমার কাছে আমার জাতির জন্মদিন । আমার কাছে আমার স্বাধীনতার জন্মদিন । আমার কাছে আমার অস্তিত্বের জন্মদিন । ৪০ বছর পর পাওয়া না পাওয়ার হিসাবটা এখন না করলেই ভাল হয় । একটু সামনে তাকিয়ে নিশ্বাস নিয়ে শুরু করা যেতে পারে নতুন কিছু ।

আমার অস্তিত্বের জন্য । বলতে ইচ্ছা করছিল না , তবু একটু বলা দরকার। সেদিন আমার জাতিস্মরেরা শিকার হয়ে শতাব্দীর জঘন্যতম গনহত্যার । সেটা ঠিক । তার বদলে অস্ত্র ধরে স্বাধীনতা পেয়েছি এটাও সত্য।

সেদিনের গনহত্যা ছিল বিদেশী শুয়োরদের খেলা । কিন্তু আজ্ও তো গনহত্যা হচ্ছে। জাতির পিতা বুলেটে ঝাঝরা হয়েছেন। তার শিশুসন্তান মায়ের লাশের উপর লাশ হয়েছে। বীর দেশপ্রেমিক যোদ্ধা , সেক্টর কমান্ডার তাহেরকে ফাসিতে ঝোলানো হয়েছে দেশকে স্বাধীনতা থেকে বঞ্চিত করার জন্য ।

তাও আবার আরেক মুক্তিযোদ্ধা ! প্রেসিডেন্ট খুন হয়েছেন স্বজাতী সৈনিকের হাতে । আসাদ, নূর হোসেন, ডাক্তার মিলন খুন হয়েছেন শাসক পিতার হাতে । সিরাজ শিকদার খুন হয়েছেন স্বাধীনতার স্বপক্ষ অবলম্বনের দায়ে । মুক্তিযোদ্ধা খূন হয়েছেন রাজনীতির ঘোলা জলে সাতার কাটতে না পেরে । ক্ষমতার দ্বন্দে ভাই ভঅইকে খূন করেছে ।

টাকার জন্যে মুক্তিযোদ্ধাকে মরতে হয়েছে বিনা চিকিৎসায়। আজও পুঠিয়ায় মহিমা , এখানে হেনা , ধর্ষন হয় । ফেলানীর লাশ ঝোলে কাটাতারের বেড়ায় । শিক্ষক ছদ্মবেশে কতিপয় কুৎসিত মানুষ মেধা বিক্রি করেছে কাল রাজনীতির কাছে । সাদা, লাল, নীল রঙে রাঙিয়ে ক্রমশ পঙ্গু করে চলেছে জাতি ।

আমরা নিরুপায় । খ্যাতনামা আইনজীবী , এক টেবিরে বসে বিক্রি করেছেন , গ্যাস, তেল , খনিজ , প্রত্নসম্পদ । কাল হয়তো কলমের খোচায় পুরো জাতিটাই বিক্রি করে দেবেন । যে হাতে একদিন স্টেনগান উঠেছিল , আজ সে হাতে ভিক্ষার ঝুলি । ছিড়ে খূড়ে খাচ্ছে সারাদেশ -- বিদেশি কুত্তারা , কোমলভাবে হাত বুলিয়ে দিচ্ছি ওদের গায়ে ।

বুয়েটের সনি , সেদিনের ফেলানী, আজও মরছে এখানে সেখানে। মৌলবাদের শিকলে নি:শব্দে মরে যেতে দিয়েছি হুমায়ূন আজাদকে । আজও কিছু কিছূ তরুনকে বলতে শুনি , স্বাধীনতা একটা বোকামী । যুদ্ধটা একটা গৃহযুদ্ধ । আসুন , দেশটাকে ধর্মরাষ্ট্রে পরিণত করি ।

হায়রে বাঙ্গালী । আমার আজ খুব করে বলতে ইচ্ছা করে , আর একবার যুদ্ধে যাব । সেদিন যেমন , ঘুরে দাড়িয়েছি , সমস্ত অন্যায়ের জবাব দিতে। আগুন জ্বলেছে বিদেশি বেনিয়াদের শরীরে, অস্ত্র উঠেছে কোমল হাতে । যুদ্ধ হয়েছে ।

বিজয় হয়েছে। আজ তেমন আর একবার যুদ্ধ হোক। স্বদেশী শূয়োরদের বিরুদ্ধে। যারা দেশটাকে ধর্মরাষ্ট্র বানাতে চায় তাদের বিরুদ্ধে । তাহেরের সম্মানের জন্যে , সিরাজ শিকদারের জন্যে , ৩০ লক্ষ্য শহীদদের জন্যে ।

২ লক্ষ্ বীরাঙ্গনার জন্য । আজ আবার আরেকটা যুদ্ধ হোক । আজ আরেকটা মুক্তিযুদ্ধ হোক । বীর বাঙ্গালী অস্ত্র ধর বাংলাদেশ সত্যিকারের স্বাধীন কর আমার তোমার ঠিকানায় গনহ্ত্যার জায়গা নাই >>>>>>>>> ( সুদীপ্ত সজল খাঁ , সাংহাই থেকে )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।