আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা পোস্ট

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার। কিছু ফুল ফুটবে বলে এই রাতে মনের প্রজাপতি নৃত্য করে কবিতার রংতুলিতে কিছু তারা খসবে বলে আকাশ থেকে সাগর-পাহাড়ের মিতালী হয় শূণ্যতার বাঁকে। দখিনা বাতাসের আগমনী সুরে জড়িয়ে কিছু কথা সুর তুলে মনে গুন গুনিয়ে। কিছু পাখি পথ হারিয়ে উড়ে যায় অচেনার পাণে ক্ষয়ে যাওয়া কিছু মন জেগে উঠে জীবনের গানে। উড়ায়ে শাড়ির আঁচল দখিনা বাতাসে ষোড়শী বালিকা তাই প্রেমের আলাপনে ভাসে সময়ের বাঁকে বেঁচে থাকার আমন্ত্রণে জীবন জাগে ভালোবাসায়, প্রকৃতির গানে। প্রেমহীন ভালোবাসাহীন জীবনের খেলা সবুজ শ্যামলিমা থেকে ঝরে পড়া শুকনো পাতার মেলা ঝরে পড়া পাতার নিঃশেষের বুকে নতুন পাতা গজায় জীবনের আহবানে তেমনি ক্ষয়ে যাওয়া জীবনের শেষ সন্ধিক্ষণে বেঁচে থাকার আশা জাগে প্রেমেরে আহবান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.