আমাদের কথা খুঁজে নিন

   

সামু নিয়ে ব্লগার দ্বিখন্ডিত মগজ এর কয়েকটা প্রস্তাব।

এম এ জোবায়ের এই লেখাটা মুলত ব্লগার দ্বিখন্ডিত মগজ এর “সামুর জন্য যুগান্তকারী ৭ টি প্রস্তাব যা সামুকে করবে পাঠক প্রিয় (উদাহরন সহ) আপডেটিত” লেখার মন্তব্য। অনেকে মন্তব্য পড়েন না তাই এই পোস্ট। প্রস্তাব ১, প্রতিটি পোষ্টকে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা যেতে পারে। সহমত তবে সামান্য ভিন্ন ভাবে। লেখা এখনকার মত সরাসরি প্রথম পাতায় আসবে, যারা নিজের পছন্দের ক্যাটাগরির পোস্ট পড়তে চান তারা পছন্দ অনুযায়ী ক্যাটাগরিতে ঢুকে পোস্ট পড়বেন।

প্রস্তাব ২, নির্বাচিত পোস্ট বিষয়ক। মূল পোস্টে ব্লগার নিয়নের আলোর মন্তব্য “অনেকাংশেই একমত। কিন্তু দ্বিতীয়টির সাথে না। আমার মনে হয় নির্বাচিত পোস্টের তালিকা করা মডারেশন প্যানেলের হাতেই থাকা উচিত। কারন যে রকম নোংরা সিন্ডিকেট ব্লগিং গত কয়েক মাস আগেও দেখলাম তাতে মনে হয় ব্লগারদের হাতে রেটিং থাকলে নিজের পোস্ট নির্বাচিত পোস্টে রাখার জন্যই আবার সিন্ডিকেটিং চলবে।

“ ব্লগার নিয়নের আলোর সাথে সহমত। প্রস্তাব ৩, নোটিফিকেশন। নোটিফিকেশনতো এখনো আছে। প্রস্তাব ৪, মেসেজ বক্সঃ প্রত্যেক ব্লগারের একটা মেসেজ বক্স থাকবে যেখানে অপর ব্লগার তাকে মেসেজ পাঠাতে পারবে। সহমত।

আমার মতে এটা একটা must option হওয়া উচিৎ। প্রস্তাব ৫, পরবর্তীতে পড়ার জন্য তালিকাভুক্ত করা। সহমত। Youtube এর View Later styleএ হতে পারে। এটাও একটা must option হওয়া উচিৎ।

প্রস্তাব ৬, যেসব ব্লগার অনলাইন এ আছেন তাদের চিহ্নিত করা। (আইডিয়াদাতা লিন্কিন পার্ক ) চমৎকার এই প্রস্তাবের সাথে সহমত না হবার প্রশ্নই ওঠেনা। এটা কার্যকর হলে বিষয় বস্তু পর্যালোচনা আরো প্রানবন্ত হবে। প্রস্তাব ৭, মতামতেও ভাল লেগেছে/ভাল লাগেনি বাটন দরকার। গ্রহণযোগ্য প্রস্তাব।

আমার ধারনা আমি সহ অনেকেই পছন্দ করবেন। আমার নিজের একটা প্রস্তাব। সামুর পেজ গুলো আরও অনেক বড় করা হোক যাতে প্রতি পেজে আরও অনেক অনেক বেশী পোস্ট স্থান পায়। ব্লগারদের মন্তব্য আশা করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.