আমাদের কথা খুঁজে নিন

   

একটি উর্বর মস্তিস্কের ফসলে বেকারত্বকে বিদায় দিন

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. । নদী মাতৃক দেশ। চারদিকে পানি পানি আর পানি। বেকার যদি হয়ে থাকেন আকার করে নিতে পারেন এখনি। খুব অল্প বিনিয়োগে।

তবে মনে রাখতে হবে সব কাজই কাজ। কাজকে অবহেলা করলে হবে না হুম। মাঝি: যে নৌকা চালায়। পেশায় মাঝি, শখের মাঝি, অবসরের মাঝি। বিভিন্ন রকম মাঝি হতে পারে।

আপনি ভেবে নিন আপনি কোনটা হতে চান। কাজ: নৌকা চালানো। বণর্না: ভালবাসা পারাপার করানো, মুক্ত বাতাসে মানুষকে নদীর মাঝে নিয়ে যাওয়া। ঘোরানো। লেকের সুন্দর্য্য খোলা হাওয়াই পাল তুলে ছোটাছুটি।

মানুষের মনোরন্জন ও প্রয়োজনে মালামাল পরিবহন। মাধ্যম:ছোট নৌকা বা পাল তোলা নৌকা। কিভাবে শুরু করবেন: প্রথমে আপনাকে নদী বা খাল বা লেক নির্বাচন করতে হবে। যেখানে আপনি আপনার নৌকা বাইতে পারবেন। মানুষকে নৌকায় চড়িয়ে ঘোরাতে পারবেন।

জায়গাটা শহরের কাছে কোন পার্ক সংলগ্ন বা লেকের কাছে হলে ভাল হয়। যেখানে বিভিন্ন উৎসব হয়, মেলা বসে বা মানুষ মনের আনন্দে খোলা হাওয়া পেতে আসে। যেমন-সাভার আশুলিয়া বেড়িবাধ(তুরাগ নদী), ময়মনসিংহ সাহেব পার্ক(ব্রম্মপুত্র নদের তীর), বুড়িগঙ্গার তীরে(ময়লা পানি থেকে দুরে)। চন্দ্রিমা উদ্যানের লেক। শহরের উপকন্ঠে কোন নদী।

নৌকার দাম ও আয়: নৌকার দাম যদিও সব কিছুর সাথে বাড়ছে! ছোট সাইজের একটা নৌকা কিনতে পারবেন ১৫০০০ থেকে ২০০০০ টাকায়। এই সব জায়গা গুলোতে যে ধরনের নৌকা চলে সাধারণত তার কথা বলছি আমি। বড় নৌকার দাম আরো অনেক বেশি। যদি শহরের কাছে, কোন র্পাক, উদ্যানে বা লেকে নৌকা চালান তাহলে দৈনিক আয় হবে আপনার ৪৫০-৫০০ টাকা। তেল খরচ বা অন্য কোন খরচ নেই।

মাসে হচ্ছে-১৩৫০০-১৫০০০ টাকা। বিভিন্ন উৎসবের সময় আয় হবে দৈনিক আরো অনেক বেশি। যদি নৌকা আশুলিয়ার মত এলাকায় চালান তাহলে আয় আরো অনেক বেশি। প্রেমিক যুগল, পিকনিক, বন্ধুদের আড্ডার মত বিষয় গুলো আপনার আয়ের জন্য উপযোগি। **শর্ত প্রযোজ্য! আর যদি আপনি নৌকা কিনে অন্যকাউকে দিয়ে ভাড়ায় চালাতে চান তাহলে প্রতিদিন আমদানী আসবে ৭০-১০০ টাকা মাত্র ঢাকার বাইরে।

সুতরা নদী মাতৃক নদীর দেশে বেকারত্ব ঘোচানোর সহজ সমাধান আপনার সামনে। কারণ দেশের অনেক নদী শহরের উপকন্ঠে অবস্থিত। বন্যায় এখন দেশের অনেক এলাকা প্লাবিত আপনার এই বাহন হতে পারে তাদের কাছে আর্শিবাদ স্বরুপ। বাঁচাতে পারবেন মানুষের জীবন। হবেন নাকি পার্কের মাঝি ! বি:দ্র: এটি একটি উর্বর মস্তিস্কের ফসল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.