আমাদের কথা খুঁজে নিন

   

কুড়িগ্রামের এমপি ও ডিসিকে এক ঘণ্টা আটকে রাখলো বিএসএফ

আজ দুই বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ। এরপরও তাদের তৃপ্তি মেটেনি। খবরে এসেছে- কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করার সময় সংসদ সদস্য জাফর আলী, জেলা প্রশাসক হাবিবুর রহমান ও বিটিভি’র ক্যামেরা ম্যান নাজমুল হোসেনসহ ৭ সদস্যের টিমকে এক ঘণ্টা আটকে রাখে বিএসএফ। আজ দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম জেলার নারায়নপুর সীমান্ত এলাকায় ভারতের মসলাবাড়ী ক্যাম্পের বিএসএফ জোয়ানরা তাদের আটক করে।

পরে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হলে দুপুর ২টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। কুড়িগ্রাম বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর ইকবাল জানান, বন্যার কারণে পথ ভুল করে সীমান্ত এলাকায় গেলে এ ঘটনা ঘটে। তাদের মুক্ত করার জন্য ভারতের বিএসএফের ২২ ব্যাটালিয়নের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়। দুপুর দুইটার দিকে আটককৃতদের পরিচয় জানবার পর বিএসএফ তাদের ছেড়ে দেয়। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. জাফর আলী, জেলা প্রশাসক হাবিবুর রহমান ও বিটিভি’র ক্যামেরা ম্যান নাজমুল হোসেনসহ ৭ সদস্যের একটি দল বন্যার্তদের মাঝে ত্রান সহায়তা দিতে সকালে স্পিড বোটে করে ঐ এলাকায় যান।

এক পর্যায়ে নারায়নপুর সীমান্ত এলাকায় গেলে স্পিড বোটের ড্রাইভার ভুল করে ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় ঢুকে যান। এসময় মসলাবাড়ী বিএসএফের টহল জোয়ানরা তাদের আটক করে। নারায়নপুর বিজিবি বিওপি কমান্ডার হাবিলদার ফারুক রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিএসএফ জোড় পূর্বক বাংলাদেশের জলসীমা এলাকা থেকে তাদের আটক করে নিয়ে যায়। বিএসএফের হাত থেকে মুক্ত হবার হবার পর এমপি জাফর আলী এমপি জানান, তারা ভাল আছেন। (মানব জমিন) জানি না, সরকার এ খবরকে কিভাবে নেবে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.