আমাদের কথা খুঁজে নিন

   

কুড়িগ্রামের চরাঞ্চলের কৃষকদের মাঝে অনুদান হিসেবে ২ কোটি টাকা বিতরণ করেছে রেডক্রিসেন্ট




প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শত কৃষকদের মাঝে ৭৫ লক্ষ টাকার চেক বিতরণের মধ্যদিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রামের ২ উপজেলার ১হাজার কৃষকের মাঝে ২কোটি টাকা বিতরণ করেছে। ব্রিটিশ রেডক্রসের অর্থায়নে বন্যা পুনর্বাসন প্রকল্পের আওতায় নয়ারহাট ও চিলমারী ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি দ্বিতীয় কিস্তির ১৫ হাজার করে টাকার চেক প্রদান করা হয়। এর আগে তাদের আরও ৫হাজার করে ২৫ লক্ষ টাকা দেয়া হয়েছিল।
মঙ্গলবার চিলমারী উপজেলা প্রকল্প অফিস চত্বরে বিডিআরসিএসের কুড়িগ্রাম ইউনিটের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ রেডক্রসের বাংলাদেশ প্রতিনিধি ডেভিড ম্যাথার, উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম, বিডিআরসিএসের পরিচালক (রেসপন্স) বেলাল হোসেন, হিসাব পরিচালক কে,এফ রহমান, বন্যা পুর্নবাসন প্রকল্প ব্যবস্থাপক হাবিব আহমেদ, হিসাব রক্ষক মোঃ জাহিদ হোসেন, ইউনিট অফিসার এবিএম বায়েজিদ, টেকনিক্যাল অফিসার গাজী মোঃ আসাদুজ্জামান, প্রজেক্ট অফিসার ওসমান গণি, যুব প্রধান ইউসুফ আলমগীর, প্রকল্পের হিসাব রক্ষক আনোয়ার হোসেন, চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, নয়ারহাট ইউপি চেয়ারম্যান মো: আতাউর রহমান, উপজেলা প্রজেক্ট অর্গানাইজার মোঃ কাওছার, সদর উপজেলা প্রজেক্ট অর্গানাইজার মো: আনোয়ার হোসেন ফারুক, কমিউনিটি অর্গানাইজার এস, এম নুরুল আমিন সরকার ও শাহানারা আক্তার প্রমূখ।
উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এবং ঘোগাদহ ইউনিয়নের ব্রহ্মপুত্র ও ধরলা নদীর চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ ৫শত কৃষক পরিবারকে ১কোটি টাকার চেক প্রদান করা হয়। কুড়িগ্রাম জেলার ৪টি ইউনিয়নে মোট ১হাজার কৃষক পরিবারকে ২কেটি টাকা প্রদান করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.