আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের বাজার সয়লাব চীনা পন্যে : আমরা বাজার উন্মুক্ত করে দিয়েছি ভারতের জন্যে

চীনা পণ্যের বিরুদ্ধে ভারতজুড়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির হিন্দুত্ববাদী দল আরএসএস । দলটি বলছে, চীন শুধু ভারতের নিরাপত্তার ক্ষেত্রেই হুমকি সৃষ্টি করেনি বরং দেশটির জাতীয় অর্থনীতির ওপরও হুমকি সৃষ্টি করেছে। গোরাখপুরে অখিল ভারতীয় কার্যকরী মন্ডলের তিনদিন ব্যাপী সম্মেলনে আরএসএস এ সিদ্ধান্ত নিয়েছে। ওই সম্মেলনে সংগঠনের প্রধান মোহন ভাগওয়াত 'চীনা পণ্যের আগ্রাসন ও পরিকল্পনা' বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। ভারতের ১১টি অঞ্চল ও ৩৯টি বিভাগ থেকে প্রায় চারশ' আরএসএস কার্যকরী সদস্য এ সম্মেলনে অংশ নেন।

Click This Link এ খবরটি থেকে দুটি বিষয় প্রতীয়মান হয়। ১- ভারতের অর্থনৈতিক অবকাঠামো চীনের তৈরি। অথচ আমরা সেই পরনির্ভরশীল ভারতের দিকে ঝুঁকছি। আমাদের দেশের অবকাঠামো খাতসহ অন্যান্য খাতের উন্নয়নে বর্তমান সরকার ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এটি কি মাথার পেছন থেকে ঘুরিয়ে এনে খাবার খাওয়া হলো না? আমরা কেন চীনের প্রযুক্তি ভারতের কাছ থেকে গ্রহণ করবো? আমরা তো সরাসরি চীনের কাছ থেকেই এগুলো আমদানি করতে পারি এবং অবকাঠামোর উন্নয়নের জন্য চীনের ওপর নির্ভর করতে পারি।

কাজেই, আমাদের দেশে যারা আওয়ামী লীগকে ভারতের দালাল বলেন, তারা তো মিথ্যা বলেন না। এদের কাছে দেশের উন্নয়ন বা অবকাঠামোর ভিত্তি মজবুত করা বড় কথা নয়, বড় কথা হচ্ছে, ভারতের দালালি করা। সেটি যে কোন অজুহাতেই হোক না কেন। ২- ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল- আর এস এস'র দেশপ্রেম আছে বলেই তারা চীনা পন্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। দুঃখের বিষয় আমাদের দেশে এরকম কোন দেশপ্রেমিক দল নেই ।

আমাদের দেশে যদি ইসলামপন্থী কোন দল আজ আমাদের দেশের বাজারকে ভারতীয় পন্যের উন্মুক্ত বাজার করে দেয়ার বিরোধিতা করতো, তবে আমরা সে দলকে সমর্থন দিতে পারতাম। তাতে দেশ ও জাতির কল্যাণও হতো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.