আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি চিরকাল ভারতের অংশ ছিলাম; নাকি আমরা এক সময় ভারতের ওপর আধিপত্যও বিস্তার করেছি?

ইতিহাস, নেই অমরত্বের লোভ/ আজ রেখে যাই আজকের বিক্ষোভ... অনেক সময়ই ভারতীয় বা অন্য অনেক দেশের মানুষকে বলতে শুনি, বাংলা তো এক কালে ভারতের অংশ ছিল। আমরাও অনেক সময় চুপচাপ মেনে নিই। কি নিদারুণ লজ্জা যে আমরা বিস্মৃত হয়েছি আমাদের পূর্বপুরুষের আত্ম অধিকারের নিরন্তর সংগ্রামের ইতিহাস। বাংলা চিরকালই ছিল বিচ্ছিন্নতাবাদী। চিরকালই সে নিজের অস্তিত্বের ঘোষণা দিয়ে এসেছে বহিরাগত রাজশক্তিগুলো বিরুদ্ধে।

শুধু তাই নয়, রাজা শশাঙ্ক বাংলার প্রথম রাজা যিনি বাংলার ভৌগলিক সীমানা অতিক্রম করে বাংলার বাইরেও আধিপত্য বিস্তার করেছিলেন। পাল রাজাদের সময়ে উত্তর ভারতের বিরাট অংশও বাংলার পদানত হয়েছিল। আর গোটা ভারতবর্ষকে পদানতকারী Mighty Mughal দেরকে এ দেশ দখলে আনতে অতিক্রম করতে হয়েছে দীর্ঘ ৩০ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ। এর পরও মুঘলরা শান্তিতে কথনোই বাংলা শাসন করতে পারেননি; বাংলার বারভূঁইয়া সহ অনেক সামন্তরাজা বারবার স্বাধীনতা ঘোষণা করে তাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। আফসোস, যে মুঘলদের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা রক্ত ঝরিয়েছিলেন, সেই মুঘলদের কীর্তি নিয়ে আমরা কতনা গর্ব অনুভব করি।

অথচ শশাঙ্ক কিম্বা পাল রাজাদের কীর্তি আমাদের কাছে অপরিজ্ঞাত। আমরা ভারত পাকিস্তানের জুজুর ভয়ে দিন গুজরান করি; ভাবিনা আমরা এক সময় এদের ওপরও আধিপত্য করেছি। সময় হয়েছে নিজের ইতিহাসকে জানার; পূর্বপুরুষের সংগ্রামের কথাকে স্মরণ করে গর্বিত হবার; নিজের জাতীয় চেতনাকে সমুন্নত করার। ইতিহাসকে জানব আর ভবিষ্যতের জন্য সৎ, সুযোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে তিলে তিলে গড়ে তুলব- এই হোক আমাদের প্রত্যয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.