আমাদের কথা খুঁজে নিন

   

দেলোয়ার হোসেন সাঈদি'র এন্টার্কটিকা যাত্রা।

একটি মহাদেশ,যেটা শুধু পানির পাহাড়,অর্থ্যাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ,মানুষ নাই জন নাই,মহাদেশটা শুধু পানি-বরফের পাহাড় দিয়া আল্লাহপাক বানাইয়া রাখছে। নাম কী এন্টার্ক্টিকা.... এখানে শুধু আছে শ্বেত ভল্লুক আর পেঙ্গুইন। এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে,বাতাসের উপর দিয়াও উড়তে পারে। এই পেঙ্গুইন পাখিগুলো আমি দেখেছি... সে ডিম পেড়ে তিন মাস তাকে নব্বই দিন ডিমের ওপর তা দিতে হয়। ডিমটা পাড়লো কিসের মধ্যে? বরফের মধ্যে।

এখন তাপ না হলে তো ফুটবেনা, সেইজন্য ওইটার ওপর তাকে দাঁড়ায়ে থাকতে হবে। পেঙ্গুইন কিন্তু আবার শুইতে বসতে পারেনা,দাঁড়ায়ে থাকে। আর গায়ে একটা কালো চাদরের মতো,বুকটা সাদা। মনে হয় সৌদি প্রিন্স। হাঁটেও খুব কায়দা করে,জমিদারী ষ্টাইলে হাঁটে।

তো ডিম দিয়ে ডিমের ওপর সে নব্বইদিন দাঁড়ায়ে থাকে। এই নব্বইদিন সে খাবে কী?ওর স্বামীকে,পূরুষ পেঙ্গুইনকে আল্লাহ এতো দয়া দিছে,ও মাছ ধরে ধরে এনে প্রত্যেকদিন ওর বউরে খাওয়ায় ..........................। ওয়াজ শুনতে হলে এখানে দেখেন। :ফেসবুক হতে প্রাপ্ত:  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.