আমাদের কথা খুঁজে নিন

   

দেলোয়ার হোসেন সাইদীর ওপেন চ্যলেঞ্জ!! (ভিডিও)

......... ধর্ম নিয়ে ব্যবসা করে কিছু লোক আর তাতে আমরা সমর্থন দেই!! এই দেলু ধর্ম নিয়ে রাজনীতি করে আর পবিত্র কোরান শরীফকে ব্যবসার ঢাল হিসাবে ব্যবসার করে!! আমাদের দেশের মানুষ ধর্ম সম্পর্কে কম জানে কিন্তু ধর্ম ভীরু! আজকে ইউটিউবে একটা ভিডিও পেলাম তাতে দেলু সবাইকে চালেঞ্জ করছে যে তিনি রাজাকার না!! কিন্তু পরে সেই বিষয়টাকে সে পবিত্র কোরআন শরীফের দিকে নিয়ে গেলো!! যে বাক্তি টাকার বিনিময়ে ধর্মের কথা বলে সে কতোটুকু জ্ঞান দিবে তা নিয়ে আমার সন্দেহ আছে!! একটা গল্প বলি যদিও সবাই জানেন!! এক হুজুর শীতকালে গ্রামে ওয়ায করতে গেছে! ওয়াযের মাঝখানে বলছে যে মেয়েদের কাপড় দিয়ে কাঁথা বানিয়ে গায়ে দেওয়া হারাম!! রাত্রে ওয়ায শেষ!! এক মুরিদের বাসায় রাত্রি যাপন করবে!! মুরিদকে হুজুর বললো আমার শীত করছে তুমি আমাকে লেপ অথবা কম্বল দেও!! মুরিদ বললো হুজুর আমার ঘরে মেয়ে মানুষের কাপড় দিয়ে বানানো কাঁথা ছাড়া আর কিছু নাই!! হুজুর তো শীতে মরে কিন্তু কি আর করা হুজুর বললো যাও ওটাই নিয়ে আসো!! হুজুর ঘুমিয়ে পরলো! সকালে হুজুর ঘুম থেকে উঠে দেখে গ্রামবাসি তার ঘরের সামনে এবং কানা ঘুসা করছে তার কাঁথা গায়ে দেওয়া নিয়ে!! গ্রামবাসী হুজুরকে জিজ্ঞাসা করলো , হুজুর আপনি আমাদের মেয়েদের কাপড় দিয়ে বানানো কাঁথা গায়ে দিতে মানা করেছেন কিন্তু আপনার গায়ে তো সেই কাঁথা কারন কি!! হুজুর তখন গ্রামবাসীকে বললো "" জীবন বাঁচানোর জন্য সব কিছু করা ফরয""। এই দেলু এখন এই নীতি অবলম্বন করে মিথাচার করছে । কিন্তু সত্যের জয় হবেই!! এখন সচেতন জনগন এবং ইসলামি বিশেষজ্ঞগনের উচিৎ এদের মুখোশ উম্মচিতো করা!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.