আমাদের কথা খুঁজে নিন

   

দেলোয়ার হোসাইন সাঈদী'র কাছে খোলা চিঠি

তুমি আমি আমরা ...... দেলোয়ার হোসাইন সাঈদী তুমি কি বুঝতে পারছ আপনি কতটা পাপী একজন মানুষ ! ৭১ এ নিজ দেশকে ধ্বংস করতে চেয়েছ । হত্যা ধর্ষণ লুটপাট জোড়পূর্বক ধর্মান্তরিত পাক গোলামী সকল ধরনের হীন কাজ করেছ । তোমার বিরুদ্ধে অভিযোগ ছিল একাত্তরে ৩ হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতার । প্রমানিত হয়েছে চিতলিয়া গ্রাম থেকে দুজনকে অপহরণের পর একজনকে হত্যা, ইন্দুরকানি থানার উমেদপুর গ্রামের হিন্দুপাড়ায় আরেকজনকে গুলি করে হত্যা , পারেরহাটে লুটপাট, ভাদুরিয়া গ্রামে অপহরণ, নির্যাতন, বাড়িতে অগ্নিসংযোগ, ইন্দুরকানি থানার টেংরাখালী গ্রামে অপহরণ ও নির্যাতন, সদর থানার হোগলাবুনিয়ায় ও পারেরহাট বন্দরে চার নারীকে ধর্ষণ এবং হিন্দুদের ধর্মান্তরে বাধ্য করার সকল অভিযোগ । চটাক চটাক উর্দু বলতে পারা পাকি হায়েনার পেয়ারা গোলাম সেই তুমি সাঈদী স্বাধীনতার পর ভোল পাল্টে হাতে নিলেন ব্রেন ওয়াশের কর্মসূচি ।

টার্গেট হিসেবে ঠিক করলে তরুণদের । ধর্মের লেবাজে , ইসলামকে পুজি করে বাড়াতে শুরু করলে নিজের ক্ষমতা । ওয়াজের কান্নায় তাদের তৈরী করলে তোমার আজ্ঞাবাহ দাসে ! কিন্তু এতে সত্যিকারের ইসলাম কোথায় ? ইসলাম কি একজন মানব সাঈদীর দাসত্ব করতে বলেছে নাকি একমাত্র আল্লাহ্‌ সুবাহানাতালার ? “আমি জিন ও মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্য সৃষ্টি করিনি। ”-সুরা আয যারিয়াতঃ ৫৬ সহজেই ধরা পড়ছে তোমার উদ্দেশ্য ইসলাম প্রচার ছিল না , ছিল নিজের আঁখের গুছানো , নিজের সুখ শান্তি । তাই তো দুই বার সংসদ সদস্য পদের জন্য লড়াই করছে ।

আমাকে বুঝাও কেন তুমি সংসদে পদের জন্য লড়বে ? ইসলাম কি সংসদের চেয়ারে বসতে বলছে ? নাকি মানুষকে সত্য ও ন্যায়ের পথে আসতে বলছে ? জবাব দাও সাঈদী ? তুমি ইসলামের ভালো চাওনি , চেয়েছ ক্ষমতা । বানিয়েছ রগ কাঁটা বাহিনী । করেছো টেকা পয়সার লেনদেন । আর সেই ক্ষমতা আর টেকা পয়সা বানানোর মলম হিসেবে বেঁছে নিয়েছ ইসলামকে । ওয়াজ ।

আলেমের ছদ্মবেশ । আমি কি ভুল বললাম ? ছি সাঈদী ! ছি ! তোমার কথার জাদুতে পথভ্রষ্ট করেছে তরুণদের । তাই তারা আজ ভাবছে তোমার জন্য জীবন দিচ্ছে । ভাবছে তারা তোমার জন্য জীবন দিতে পেরে শহীদ হয়ে যাচ্ছে ! ভাবা যায় কতো বড় মিথ্যা দিয়ে তুমি এইসব তরুণদের ভুলিয়ে রেখেছ !! যারা আজ দেশ জুড়ে অরাজকতা সৃষ্টি করতে গিয়ে বিনা কারণে মারা যাচ্ছে তারা কিন্তু শহীদ নয় । তাদের শহীদ ভাবাটা ভুল , এইটা মিথ্যা ।

একজন সাধারণ আল্লার বান্দার জন্য জীবন দেয়া , কক্ষনোই শহীদের মর্যাদা পেতে পারে না । শহীদ অনেক অনেক বড় শব্দ । একজন খুনি , লুটেরা , ধর্ষকের জন্য জীবন দেয়া কেন শহীদ হবে ? অথচ কিছু তরুণ আজ দিকভ্রান্ত । এবং অবশ্যই এর দায়ভার তোমাকে নিতে হবে । প্রতিটা মৃত্যুর দায়ভার তোমাকে বহন করতে হবে সাঈদী ।

কারণ তুমি তাদের তোমাকে পূজা অর্ঘ্য ভাবতে শিখিয়েছো । তাদের কাছে নিজের মনগড়া বাণী পৌঁছে দিয়েছ , অথচ পৌঁছ দাওনি পবিত্র আল কোরআনের সত্যিকারের বাণী , আসল তাৎপর্য – সে ব্যক্তির চেয়ে বেশী পথভ্রষ্ট কে- যে আল্লাহকে বাদ দিয়ে এমন সব সত্তাকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে সক্ষম নয়। এমনকি আহ্বানকারী যে তাকে আহ্বান করছে সে বিষয়েও সে অজ্ঞ। যখন সমস্ত মানুষকে সমবেত করা হবে তখন তারা নিজেদের আহ্বানকারীর শত্রু হয়ে যাবে এবং ইবাদাতকারীদের অস্বীকার করবে। (সূরা আহ্‌কাফ-৫-৬) পিরোজপুরের দেউল্লা রাজাকারের জন্য কিছু তরুণ মায়াকান্না কাঁদছে ।

নিজের দেশকে অস্থিতিশীল করে তুলছে । ধ্বংস করছে নাগরিক জীবন আল্লাহ্‌ তায়ালার সৃষ্টি । কারণ তাদের তুমি ভুল শিক্ষা দিয়ে তৈরী করেছ তোমার প্রয়োজনে । কোরআনে স্পষ্ট বলা আছে -- হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ।

আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (আন নিসা: ২৯) সাঈদী , তুমি তরুণ বয়স থেকেই দেশের বিরুদ্ধে অবস্থা নিয়েছ , মুক্তিযুদ্ধের পর লাল দাড়ি , কারুকাজ করা টুপির ছদ্মবেশে দেশের বিপক্ষে মিথ্যা প্রচারণা চালিয়ে গেছ , আজ ন্যায় বিচারে তোমার ফাঁসির রায়ের পরও দেশ জুড়ে অপরাধ চালিয়ে যাচ্ছ । তোমার আবেগী কথার মাধ্যমে ব্রেন ওয়াশড কিছু তরুণ আজ দেশ জুড়ে অস্থিরতার জন্য দায়ী । মুলত দায়ী তুমি , সাঈদী ।

এখনো কি বুঝে পারছ না , তুমি কতো বড় পাপী ! অপরাধী ! আশা করছি বন্ধ হবে জামাত শিবিরের এই তাণ্ডব লীলা । বন্ধ হবে অযথা খুনের হোলি উৎসব । ব্রেন ওয়াশড তরুণরা বুঝতে সক্ষম হবেন । সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ্‌ । আল্লাহ্‌ তায়ালা বলেছেন – “ তোমরা হলে উত্তম জাতি।

তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যান সাধনের জন্যে। তোমাদের কাজ হল, তোমরা মানুষকে সত্যের পথে চলার আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। ”-সুরা আল ইমরানঃ ১১০ দয়া করে কেউ নিজের জীবন বিনা কারণে বিলিয়ে দিবেন না । দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন না । একজন অপরাধীর জন্য আপনার মায়ের কোল খালি করবেন না ।

এই দেশ আপনার , এই দেশের মানুষ আপনার ভাই । যারা ভুল করেছে তারা ভুল পথ থেকে ফিরে আসো আল্লাহ্‌ বলেছেন - “হে ঈমানদগন তোমারা আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো। ”- সুরা আত তাহরীমঃ ৮ বিশ্বাস করি একমাত্র আল্লাহ্‌ তায়ালাকে । কোন লাল দাড়ির পানখোর মানবের প্রতি নয় “ বলোঃ হে আল্লাহ! তুমিই বিশ্বজাহানের মালিক! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ৷ যাকে ইচ্ছা মর্যাদা ও ইজ্জত দান করো এবং যাকে ইচ্ছা লাঞ্জিত ও অপমানিত করো ৷ সমস্ত কল্যাণ তোমরা হাতেই নিহিত ৷ নিসন্দেহে তুমি সবকিছুর ওপর শক্তিশালী ও ক্ষমতাবান। ”- সুরা আল ইমরানঃ ২৬ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.