আমাদের কথা খুঁজে নিন

   

রংধনু কেন সাত রঙের হয় !!

অনেক কিছুতেই নাক গলাই যাহা না গলালেও পারি !! মেঘ মুক্ত আকাশ কেন নীল হয় ??? রংধনু সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে দেখা যায়। রংধনুতে সাতটি রঙের সমাহার দেখা যায়। দেখতে ধনুকের মতো বাঁকা হওয়ায় এটির নাম রংধনু। একে রামধনুও বলা হয়। বৃষ্টির কণা বা জলীয় বাষ্প-মিশ্রিত বাতাসের মধ্য দিয়ে সূর্যের আলো যাবার সময় আলোর প্রতিসরণের কারণে বর্ণালীর সৃষ্টি হয়।

এই বর্ণালীতে আলো সাতটি রঙে ভাগ হয়ে যায়। এই সাতটি রঙ হচ্ছে বেগুনী (violet), নীল (indigo), আসমানী (blue), সবুজ (green), হলুদ (yellow), কমলা (orange) ও লাল (red); বাংলাতে এই রংগুলোকে তাদের আদ্যক্ষর নিয়ে সংক্ষেপে বলা হয়: বেনীআসহকলা আর ইংরেজিতে VIBGYOR। এই সাতটি রঙের আলোর ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের কারণে এদের বেঁকে যাওয়ার পরিমাণে তারতম্য দেখা যায়। যেমন লাল রঙের আলোকরশ্মি ৪২° কোণে বাঁকা হয়ে যায়। অন্যদিকে বেগুনী রঙের আলোকরশ্মি ৪০° কোণে বাঁকা হয়ে যায়।

অন্যান্য রঙের আলোক রশ্মি ৪০° থেকে ৪২°'র মধ্যেকার বিভিন্ন কোণে বাঁকা হয়। এই কারণে রংধনুকে রঙগুলোকে একটি নির্দিষ্ট সারিতে সবসময় দেখা যায়। প্রাথমিক উজ্জ্বল রংধনুর একটু উপরে কম উজ্জ্বল আরেকটি গৌণ রংধনু দেখা যায়, যাতে রংগুলি বিপরীত পরিক্রমে থাকে। এই দুই ধনুর মধ্যবর্তী আকাশ (আলেক্সান্ডারের গাঢ় অঞ্চল) বাকি আকাশের থেকে একটু অন্ধকার হয়, তবে ভালো করে লক্ষ না করলে এই তারতম্য নজর এড়িয়ে যেতে পারে। eliefs and myths about rainbows among different cultures and/or religions. ~ Judeo-Christian – God placed the rainbow in the sky as a reminder of the covenant He made to humanity - to never again destroy the earth via flood. Mayans – Similar to Judeo-Christian, but rather than the destruction of the world by rainwater, they believed their world was destroyed by fire rain. Those who escaped the destruction saw the rainbow in the sky as a symbol that their gods were not angry anymore. ইসলামে অনুসারে রংধনুর চারটা রঙ - লাল , সবুজ , নীল , হলুদ ,এই চারটা হলো সম্পর্কীত . উপাদান অনেকটা পৃথিবী , পানি , হাওয়া , এবং আগুনের সাথে !! Hindu, on the other hand, believed that it represents the archer’s bow of their god of war. They further believed that the god used the bow to shoot arrows of lightning to kill a demon that threatened their land and people. আমার ধারনা , প্রকৃতি রহস্যময়তা ভালোবাসে , বৃষ্টির পরে যে প্রকৃতি অনেক উচ্ছাসিত তার হাসি আকাশের গায়ে লেপ্টে দেয় রঙের চ্ছট্টার মাধ্যমে !! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।