আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারদের তালিকা নেই

চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী রাজাকারদের এবং চিহ্নিত রাজাকারদের সঠিকভাবে কোনো তালিকা সরকারিভাবে করা হয়নি বলে সংসদকে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধাদের তালিকা (মুক্তিবার্তা/গেজেট) সংরক্ষিত আছে। কিন্তু '৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী রাজাকারদের এবং মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী চিহ্নিত রাজাকারদের সঠিক তালিকা সরকারিভাবে তৈরি করা হয়নি এবং সংরক্ষণও করা হয়নি। তবে বিভিন্ন ইতিহাসবিদ/মুক্তিযুদ্ধবিষয়ক গবেষকদের লেখা থেকে রাজাকারদের সম্পর্কে তথ্য পাওয়া যায়। তা ছাড়া তৎকালীন আনসার হেডকোয়ার্টার যা রাজাকাররা তাদের সদর দফতর হিসেবে ব্যবহার করত এর খুলনা আঞ্চলিক কার্যালয়ে রক্ষিত তালিকা থেকে প্রায় ৩০ হাজারের অধিক রাজাকারের তথ্য পাওয়া যায়। এ তালিকাটি বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও কেন্দ্রীয় কমান্ড ইতিহাসে সংরক্ষিত আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.