আমাদের কথা খুঁজে নিন

   

‘হার্ডওয়্যার বিবেচনায় আইপ্যাডের চেয়ে সারফেস ভালো’

২০১০ সালে স্টিভ জবস’র অ্যাপল কোম্পানি আইপ্যাড নিয়ে এলে সেটা নিয়ে বিশ্বের কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে হৈচৈ পড়ে যায় । সেটা সামাল দিতেই এরপর আরো অনেকে ট্যাবলেট কম্পিউটার তৈরি করে,কিন্তু সে অর্থে আইপ্যাড’র প্রতিদ্বন্দ্বি হতে পারেনি কোনোটিই৷ কিন্তু এবার বোধহয় তার ব্যতিক্রম হতে যাচ্ছে৷,বিখ্যাত সফটওয়্যার প্রস্তুতকারক মাইক্রোসফট এবার ট্যাবলেট নিয়ে আসার ঘোষণা দিয়েছে৷ যার নাম ‘সারফেস' ৷ মাইক্রোসফট’র পক্ষ থেকে নির্দিষ্ট করে কোনো দিনের কথা না বললেও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে এটি বাজারে পাওয়া যেতে পারে ৷ আর দামটা যে আইপ্যাড’র মতোই হতে পারে সেটা অবশ্য মাইক্রোসফটই বলেছে । ‘সারফেস' নিয়ে ইতিমধ্যে প্রযুক্তি বিষয়ক সাংবাদিকরা বেশ উৎসাহ দেখিয়েছেন ৷ তারা মনে করছেন, সারফেস সত্যি সত্যিই আইপ্যাড’র একটা শক্ত প্রতিদ্বন্দ্বি হয়ে উঠতে পারে । আইপ্যাড ব্যবহারকারীরা যে ধরনের খুঁটিনাটি সমস্যার মুখোমুখি হয়েছেন মাইক্রোসফট চেষ্টা করেছে সেগুলো পুষিয়ে দিতে । যেমন আইপ্যাডে ভার্চুয়াল কিপ্যাড রয়েছে বটে ।

কিন্তু অনেককিছু লিখতে গেলে সেটাতে হয়তো অনেকেই স্বাচ্ছন্দবোধ করেন না । ফলে বাধ্য হয়ে অনেক ব্যবহারকারীকেই অতিরিক্ত টাকা খরচ করে কিবোর্ড কিনতে হচ্ছে ৷ কিন্তু সারফেস’এ সে সমস্যাটা থাকছে না । কেননা এতে যে কাভারটি ব্যবহার করা হয়েছে, তাতেই কিবোর্ড রয়েছে । এছাড়া আইপ্যাড'কে ডেস্কটপ কম্পিউটারের মতো দাঁড় করিয়ে কেউ যদি মুভি দেখতে চান তাহলে তার কোনো ভালো ব্যবস্থা নেই৷ সেজন্য আবারও টাকা খরচ করে স্ট্যান্ড কিনতে হবে ৷ কিন্তু সারফেস'এ সে সমস্যারও সমাধান রাখা হয়েছে৷ ফলে কেউ চাইলেই সারফেস’র পেছন দিকটি সামান্য কাত করে ট্যাবলেট'কে দাঁড় করিয়ে দিতে পারবেন। যারা দাফতরিক বা লেখাপড়ার জন্য প্রতিদিন মাইক্রোসফট’র সফটওয়্যারগুলো ব্যবহার করেন তাদের জন্য সারফেস বেশ কাজের হবে৷”একটা বিষয়ে আইপ্যাড 'কে আপাতত এগিয়ে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা যাকে সংক্ষেপে বলা হয় ‘অ্যাপ'৷ কেননা আইপ্যাড উপযোগী প্রায় সাড়ে ছয় লাখ অ্যাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে ।

সূত্র: ডিডব্লিউ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.