আমাদের কথা খুঁজে নিন

   

পর্তুগালের স্টুডেন্ট ভিসার ব্যপারে সাহায্য চাই

www.sagor.co.nr ঠিকানায় ক্লিক করে জেনে নিন আমার তথ্য। আমার ছোট বোন Erasmus Programme এর আওতায় পর্তুগালের Universidade de Évora-তে স্কলারশিপ পেয়েছে। তো পর্তুগালের স্টুডেন্ট ভিসার জন্য আমি প্রথমে European Union-র অফিসে গেলাম; কারণ বাংলাদেশে পর্তুগালের এম্বেসি নাই। European Union এর Delegation Secretary বলেছে ইতালি-র কথা। তারা ১১টা দেশের ভিসা দেয়।

গেলাম ইতালি-র এম্বেসি। ওরা বলল নেদারল্যান্ডে যোগাযোগ করতে। নেদারল্যান্ড বলে স্পেনের কথা। স্পেন বলে ফ্রান্স। গেলাম ফ্রান্সের দূতাবাসে।

ওরা বলল পর্তুগালের ভিসা দেওয়া সম্ভব। তো প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছ থেকে সংগ্রহ করলাম। তো কাগজপত্রের লেখাগুলো পড়ে যতটুকু জানা গেল পুরো ব্যপারটা এতো সহজ না। কাগজে লেখা ফরাসি দূতাবাস পর্তুগালের জন্য শুধুমাত্র ৯০ দিনের জন্য বিজনেস এবং ট্যুরিস্ট ভিসা দেয়। ৬ মাসের মতো লং পিরিয়ডের ব্যপারে কিছুই লেখা নেই।

এই অবস্থায় দিল্লী যাওয়া ছাড়া কোনও উপায় নেই। কারণ নিকটস্থ পর্তুগালের অ্যাম্বেসি দিল্লীতে অবস্থিত। এখন বাংলাদেশ থেকে কি পর্তুগালের স্টুডেন্ট ভিসা নেওয়া কি সম্ভব? পর্তুগালের স্টুডেন্ট ভিসার জন্য কেউ কি এই ব্যপারে সাহায্য করবেন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.